চাঁদপুরের জেলা প্রশাসক ও সিভিল সার্জন অনুমোদিত বেসরকারি চিকিৎসাসেবা প্রতিষ্ঠান বেলভিউ হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে করোনা রোগীদের অক্সিজেন সেবায় এগিয়ে এলেন স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন সোশ্যাল এইডার ডেভেলপমেন্ট অর্গানাইজেশন’ শেডো। প্রথম পর্যায়ে ওই হাসপাতলে ভর্তি কৃত করোনায় আক্রান্ত রোগীদের দুটি অক্সিজেন সিলিন্ডার সেবা দিয়ে তাদের এই সেবামূলক কাজের সূচনা করেন।
জানা যায়, চাঁদপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে আইসোলেশন ওয়ার্ডে রোগীদের চাপ কমাতে গত ১১ আগস্ট থেকে চাঁদপুর জেলা প্রশাসক ও সিভিল সার্জন চাঁদপুর বেলভিউ প্রাইভেট হাসপাতালে আইসোলেশন ওয়ার্ড স্থাপনের নির্দেশনা দেন। বর্তমানে ওই হাসপাতালে আইসোলেশন ওয়ার্ডে ৪ জন ভর্তি রয়েছে। এসব রোগীদের চিকিৎসা সেবা দিতে সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের কাছে অক্সিজেন সেবা চেয়ে বাংলাদেশ প্রাইভেট ক্লিনিক ও ডায়াগনস্টিক ওনার্স এসোসিয়েশন চাঁদপুর জেলা শাখার সভাপতি ডাক্তার মোহাম্মদ শহীদুল্লাহ ও সাধারণ সম্পাদক মোঃ শফিকুল ইসলাম স্বাক্ষরিত একটি লিখিত আবেদন করেন।
এরই প্রেক্ষিতে ১৪ আগস্ট শনিবার সন্ধ্যায় চাঁদপুর বেলভিউ হাসপাতালে বাংলাদেশ প্রাইভেট ক্লিনিক ও ডায়াগনস্টিক ওনার্স এসোসিয়েশন চাঁদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মো.শফিকুল ইসলামের হাতে দুটি অক্সিজেন সিলিন্ডার হস্তান্তর করেন সংগঠনের সদস্যরা।
এসময় উপস্থিত ছিলেন সোশ্যাল এইডার ডেভেলপমেন্ট অর্গানাইজেশন কেন্দ্রীয় পরিষদের সভাপতি মোঃ মাহমুদ হোসাইন, দপ্তর সম্পাদক মোঃ আকরাম হোসাইন,কেন্দ্রীয় মুখপাত্র মোঃ কাউছার হোসাইন, চাঁদপুর জেলা শাখার সভাপতি মোঃ কামরুল হাসান বাবু, সহ সভাপতি গিয়াস উদ্দিন খান বিপ্লব, প্রচার সম্পাদক মতিউর রহমান, রক্তাদান বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান, কার্যকরী সদস্য মোঃ রিয়াদ চৌধুরী, অনলাইন নিউজ পোর্টাল প্রিয় চাঁদপুরের সম্পাদক মোঃ সাইফুল ইসলাম সিফাতসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।
বাংলাদেশ প্রাইভেট ক্লিনিক ও ডায়াগনস্টিক ওনার্স এসোসিয়েশন চাঁদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ শফিকুল ইসলাম জানান, চাঁদপুরের বেসরকারি হাসপাতাল বেলভিউতে আইসোলেশন ওয়ার্ডে ভর্তিকৃত রোগীদের অক্সিজেন সেবা দিয়ে সহযোগিতা করার জন্য আমরা এই সংগঠনের চাঁদপুর জেলা শাখার সভাপতি বরাবর লিখিত আবেদন করি। তারই প্রেক্ষিতে শনিবার সন্ধ্যায় তারা আমাদেরকে দুটি অক্সিজেন দিয়েছেন এবং পরবর্তীতে তারা আরো কিছু অক্সিজেন সেবা দিয়ে পাশে থাকবেন বলে আমাদেরকে আশ্বস্ত করেছেন।
প্রতিবেদক: কবির হোসেন মিজি, ১৪ আগস্ট ২০২১
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur