হাজীগঞ্জের বেলচা বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন আগামী ৭ ডিসেম্বর ঘোষণা করা হয়। ১৯ নভেম্বর মঙ্গলবার নির্বাচন সংক্রান্ত জরুরী বিজ্ঞপ্তি মাধ্যমে প্রধান নির্বাচন কমিশনার আনোয়ার হোসেন সরকার এ ঘোষণা দেন।
মনোনয়নপত্র পত্র সরবরাহের তারিখ ২০ নভেম্বর হইতে ২২ শে নভেম্বর শুক্রবার পর্যন্ত। মনোনয়নপত্র জমা দেওয়ার তারিখ ২০ নভেম্বর, মনোনয়নপত্র বাছাইয়ের তারিখ ২৪ শে নভেম্বর সোমবার এবং মনোনয়নপত্র প্রত্যাহার, প্রতীক বরাদ্দ ও প্রার্থী চূড়ান্ত তালিকা প্রকাশ ২৫ নভেম্বর মঙ্গলবার। তারপর পরেই প্রচার-প্রচারণা শেষে আগামী ৭ ডিসেম্বর শনিবার সকাল ৯ থেকে দুপুর ১ টা পর্যন্ত বিরতিহীন ভাবে ভোটগ্রহণ সম্পন্নের মাধ্যমে নতুন কমিটির নেতৃত্ব শুরু হবে।
প্রধান নির্বাচন কমিশনার বিশিষ্ট সমাজসেবক, কবি ও লেখক আনোয়ার হোসেন সরকারের সভাপতিত্বে এবং বিশিষ্ট ব্যবসায়ী আলমাস হোসেন আলফু মাস্টারের পরিচালনা উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, স্থানীয় ইউপি চেয়ারম্যান মজিবুর রহমান, সাবেক চেয়ারম্যান মাও. আবু জাফর সিদ্দিকী প্রমুখ।
এসময় বেলচোঁ বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ ও সাধারণ ভোটারসহ এলাকাবাসী উপস্থিত ছিলেন।
প্রতিবেদক: জহিরুল ইসলাম জয়, ২০ নভেম্বর ২০২৪
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur