হাজীগঞ্জের বেলঁচো বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন ব্যাপক উৎসাহ উদ্দিপনার মধ্যদিয়ে সম্পন্ন হয়েছে। ২১ নভেম্বর শনিবার সকাল থেকে বেলা একটা পর্যন্ত ২৯৩ জন ভোটার ১৩টি পদে ভোটাধিকার প্রয়োগ করেন।
এতে আগামি ৩ বছরের জন্য নির্বাচিত হয়েছেন সভাপতি পদে আবু ছায়েদ পাটোওয়ারী, সহ-সভাপতি ডা. আ. মজিদ,সাধারণ সম্পাদক নুর হোসেন সর্দার, সহ সাধারণ সম্পাদক নুরুন নবী মিজি, সাংগঠনিক সম্পাদক নিয়াজ আহমেদ সম্রাট, অর্থ সম্পাদক মনির হোসেন, দপ্তর রাকিবুল ইসলাম, প্রচার সম্পাদক শাহ্ পরান, বানিজ্য সম্পাদক ওমর ফারুক, কাউন্সিলর পদে আবুল কাশেম, দ্বিলিপ চন্দ্র দাস, হাসান খাঁ ও বাহার মোল্লা।
নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দায়িত্বে ছিলেন, হাজীগঞ্জ পল্লী উন্নয়ন কর্মকর্তা আ. গনি। এ সময় স্থানীয় চেয়ারম্যান কবির হোসেন মিজিসহ প্রশাসনের নেতৃবৃন্দ উপস্থিত থেকে অশান্তিপূর্ণ নির্বাচন উপহার দেন।
প্রতিবেদক:জহিরুল ইসলাম জয়,২১ নভেম্বর ২০২০
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur