ইসলাম ডেস্ক:
আপনি নামাজি হতে চাচ্ছেন? কিন্তু পারছেন না? কোন চিন্তা নেই, কিভাবে নামাজি হতে হবে কিংবা আল্লাহ পাকের পথে ফিরে আসতে হবে তা মহান আল্লাহ রাব্বুল আল আমীন পবিত্র কোরআনে বলে দিয়েছেন।
নামাজি হওয়ার জন্য পবিত্র কোরআনের এই দোয়াটি বেশি বেশি পড়ুন:
ﺭَﺏِّ ﺍﺟْﻌَﻠْﻨِﻲ ﻣُﻘِﻴﻢَ ﺍﻟﺼَّﻼَﺓِ ﻭَﻣِﻦ ﺫُﺭِّﻳَّﺘِﻲ ﺭَﺑَّﻨَﺎ ﻭَﺗَﻘَﺒَّﻞْ ﺩُﻋَﺎﺀ
“রব্বিজ আ’লনি মুকিমাছছলাতি ওয়ামিং যুররিইয়াতি রব্বানা- ওয়াতা কব্বাল দোয়া-“(সুরা ইব্রাহিম-৪০)
অর্থঃ “হে আমার রব ! আমাকে তাদের একজন কর, যারা নিয়মিত সালাত কায়েম করে,এবং আমার বংশধরদের মধ্যে থেকেও । হে আমার প্রভু তুমি আমার প্রার্থনা গ্রহণ কর।
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur