হাইমচর

হাইমচরে বেগম রোকেয়া দিবস পালিত

হাইমচর উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ ও বেগম রোকেয়া দিবসে শনিবার (৯ ডিসেম্বর) সকাল ১১টায় র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা হল রুমে মহিলা বিষয়ক কর্মকর্তা সাজিয়া আরফিনের সভাপতিত্বে ও সহকারী অধ্যাপক মোখলেছুর রহমান মুকুলের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাসুম।

তিনি বলেন, নারী জাগরণে বেগম রোকেয়ার সাহসীকতায় বন্ধ হয়েছিল যৌতুক, নারী নির্যাতন, বাল্যবিবাহ ও বহুবিবাহসহ নানা সামাজিক ব্যাধী। বর্তমান সরকার বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে নারীদের ক্ষমতায়ন বৃদ্ধিতে কাজ করে যাচ্ছে। নারী পুরুষ সভাই মিলে দেশকে এগিয়ে নিয়ে যেতে পারে।

এসময় আরো বক্তব্যে রাখেন মাধ্যমিক শিক্ষা অফিসার মো. জাহিদুর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা সাজিয়া আরফিন, আদর্শ শিশু নিকেতন জুনিয়র হাইস্কুলের প্রধান শিক্ষক এম এ লতিফ, প্রভাষক মোখলেছুর রহমান মুকুল, মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক এম এ মান্নান, নীলকমল ওচমানিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোশারফ হোসেন, কেভিএন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নুরুল আমিন, গন্ডামার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাখাওয়াত হোসেনসহ বিভিন্ন এনজিওর প্রতিনিধি, শিক্ষার্থীসহ সুধী সমাজ।

আলোচনা সভা শেষে সমাজে বিভিন্ন ভাবে অবদান রাখায় ২জন জয়িতাদের মাঝে সনদ ও সম্মাননা প্রদান করেন।

প্রতিবেদক : বিএম ইসমাইল
: আপডেট, বাংলাদেশ সময় ২ : ১৫ পিএম, ০৮ ডিসেম্বর ২০১৭, শনিবার
এইউ

Share