উপমহাদেশের প্রথম নারী জাগরণমূলক সাপ্তাহিক পত্রিকা ‘বেগম’ এর প্রকাশনা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন পত্রিকাটির সদ্য প্রয়াত সম্পাদক নূরজাহান বেগমের বড় মেয়ে ফ্লোরা নাসরিন খান শাখী।
সোমবার (২৩ মে) কেন্দ্রীয় শহীদ মিনারে নূরজাহানের প্রতি সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনকালে এ কথা জানান তিনি।
ফ্লোরা নাসরিন বলেন, ‘মায়ের স্বপ্নপূরণে তার রেখে যাওয়া অসমাপ্ত কাজ আমি অব্যাহত রাখতে সর্বোচ্চ চেষ্টা করব। ‘বেগম’ পত্রিকার প্রকাশ যথারীতি চালু রাখব। আমি সবার সহযোগিতা কামনা করি।’
তিনি বলেন, ‘আমার মা চিরদিনের জন্য বিদায় নিয়েছেন। তিনি ছিলেন নারী জাগরণের অগ্রপথিক। নারীমুক্তির আমৃত্যু সৈনিক তিনি। একজন নারী হিসেবে আমিও আমার মায়ের পথ ধরে এগিয়ে যেতে চাই।’
শ্রদ্ধা নিবেদন করতে এসে এ সময় সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর বলেন, ‘বেগম পত্রিকাটি প্রকাশের ধারা অব্যাহত থাকবে। এ জন্য সব ধরনের সহযোগিতা দিতে আমরা প্রস্তুত।’
প্রসঙ্গত, সোমবার (২৩ মে) সকালে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন বেগম পত্রিকার সম্পাদক নূরজাহান বেগম।
নিউজ ডেস্ক : আপডেট, বাংলাদেশ সময় ৯:৩০ পিএম, ২৩ মে ২০১৬, সোমবার
ডিএইচ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur