করোনাভাইরাস পরিস্থিতিতে নিম্নআয়ের মানুষের জন্য ১০ টাকা কেজি দরে ন্যায্যমূল্যে (ওএমএস) চাল বিক্রি করবে খাদ্য অধিদপ্তর। খাদ্য মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
আজ বৃহস্পতিবার থেকে রাজধানীর ওএমএস ডিলারদের মাধ্যমে চাল বিক্রি করা হবে। আপাতত এ কার্যক্রম চলবে ৪ এপ্রিল পর্যন্ত।
মন্ত্রণালয়ের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন,‘এতদিন খাদ্য অধিদপ্তর ৩০ টাকা কেজি দরে চাল বিক্রি করতো। কিন্তু করোনাভাইরাসের প্রভাবে নিম্নআয়ের মানুষের আয় বন্ধ হয়ে গেছে। এতে তারা বিপদে পড়েছেন। তাই ওইসব মানুষদের কথা বিবেচনা করে দেশব্যাপি এ কার্যক্রম চালু করা হবে । ’
বার্তা কক্ষ ,২৬ মার্চ ২০২০