বৃহস্পতিবার থেকে যুব উন্নয়ন অধিদপ্তর ঘেরাও কর্মসূচি

চাকুরী স্থায়ী করণসহ ৭ দফা দাবিতে সারাদেশে মানব বন্ধন সহ নানা কর্মসূচি পালন করে আসছে ‘ন্যাশনাল সার্ভিস কর্মসূচির’র কর্মীরা। চলমান কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার (২৮ নভেম্বর) থেকে রাজধানীর মতিঝিলে যুব উন্নয়ন অধিদপ্তর সম্মুখে অবস্থান কর্মসূচির ঘোষনা দিয়েছে তারা।

ন্যাশনাল সার্ভিস প্রকল্পের আওতায় দেশের ১শ ২৮টি উপজেলায় দৈনিক ২০০ টাকা হাজিরা ভিত্তিতে প্রায় দুই লক্ষাধিক শিক্ষিত বেকারকে নিয়োগ করা হয়েছিলো। ৭টি ধাপে হওয়া এ প্রকল্পের ৫ম ধাপের মেয়াদ শেষ হবে ৩০ নভম্বের।

এ বিষয়ে বাংলাদেশ ন্যাশনাল সার্ভিস একতা কল্যাণ পরিষদের সভাপতি মো.মোস্তফা আল ইহযায বলেন,আসছে ৩০ নভেম্বর ৫ম পর্বের প্রকল্পের মেয়াদ শেষ হলে এ বেকারের তালিকায় যুক্ত হবে আরো ৩১ হাজার কর্মী। প্রকল্পের মেয়াদ শেষ হওয়া কর্মীরা অসহায় হয়ে পড়েছে। দীর্ঘ দিন ধরে আমরা ন্যাশনাল নার্ভিসের কর্মীদের চাকুরী স্থায়ী করার জন্য দাবী জানিয়ে আসলেও সরকার এতে গুরুত্ব দিচ্ছে না। তাই বাধ্য হয়ে যুব উন্নয়ন অধিদপ্তর সম্মুখে অবস্থান কর্মসূচি ঘোষনা করতে আমরা বাধ্য হয়েছি।

প্রতিবেদক:আতাউর রহমান সোহাগ,২৭ নভেম্বর ২০১৯

Share