Home / আবহাওয়া / সাগরে লঘুচাপ, বাড়তে পারে বৃষ্টি
বৃষ্টি
প্রতীকী ছবি

সাগরে লঘুচাপ, বাড়তে পারে বৃষ্টি

চট্টগ্রাম ছাড়া গতকাল সারাদেশে সামান্য থেকে ভারি বৃষ্টিপাত হয়েছে। বঙ্গোপসাগরে লঘুচাপ থাকায় এবং সারাদেশে মৌসুমী বায়ু মোটামুটি সক্রিয় থাকায় আগামী ৩ দিনে দেশে বৃষ্টিপাত বাড়তে পারে।

শনিবার সকালে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

সকাল ৯টা পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উপকূলীয় এলাকায় একটি লঘুচাপ বিরাজ করছে। মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরের অন্য জায়গায় মাঝারি থেকে প্রবল অবস্থায় বিরাজ করছে।

আরও বলা হয়েছে, রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে মাঝারি ধরনের ভারি থেকে ভারি বৃষ্টি হতে পারে।

সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অফিস।

আবহাওয়া ডেস্ক,১২ জুন ২০২১