মৌসুমী বায়ু এখনও সক্রিয় থাকায় চাঁদপুরে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। ২৪ ঘন্টায় চাঁদপুরে ১০৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এভাবে আরো দু-একদিন গুঁড়ি গুঁড়িসহ ভারি বর্ষণ হওয়ার সম্ভবনা রয়েছে বলে জানিয়েছেন চাঁদপুর আবহাওয়া অফিসের উচ্চ পর্যবেক্ষক শাহ মো. শোয়েব।
তিনি জানান, সোমবারের মতো মঙ্গলবার দিনভর থেমে থেমে বৃষ্টি হয়েছে। আরও দুই একদিন আকাশ মেঘলা থাকবে এবং থেমে থেমে বৃষ্টিপাত হবে। মাঝে মধ্যে রোদের দেখাও মিলতে পারে। চাঁদপুরে টানা বৃষ্টিপাত হওয়ার কারনে গরমের তীব্রতা কমে এসেছে।
১৯ অক্টোবর মঙ্গলবার চাঁদপুরে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩১ ডিগ্রি সেলসিয়াস, আর সর্বোনিম্ন ২৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।
এদিকে বৃষ্টি হলে চাঁদপুর শহরের পৌর এলাকার বিভিন্ন সড়কে জলাবদ্ধতা সৃষ্টি হয়। প্রতিবছর বর্ষা মৌসুমে শহরের বিষ্ণুদী মাদ্রাসা রোড, প্রফেসর পাড়া, ট্রাক রোড, রহমতপুর কলোনী, ব্যাংক কলোনীসহ বেশ কিছু এলাকায় বৃষ্টির পানি দীর্ঘ সময় আটকে থাকে। এতে শহরবাসীকে চরম দুর্ভোগ পড়তে হচ্ছে। বিশেষ করে স্কুল কলেজ গাজী ছাত্র-ছাত্রীদের চরম বিপাকে পড়তে হয়।

এছাড়া বৃষ্টির পানি আটকে থাকার কারনে ছোট বড় দুর্ঘটনাও ঘটছে। সামান্য বৃষ্টি হলেই জলমগ্ন হয়ে পড়ছে রাস্তা। বৃষ্টির পানি দেরিতে নামায় সড়কের কার্পেটিং দ্রুত উঠে যাচ্ছে। ফলে খুব দ্রুত সড়ক নষ্ট হয়ে যাচ্ছে।
বিষ্ণুদী মাদ্রাসা রোডে বাসিন্দা রাকিব বলেন, সামান্য বৃষ্টি হলেই শুধুমাত্র এই সড়কে পানি জমে থাকে। এতে করে রাস্তায় বড় বড় গর্ত তৈরি হয়েছে। উঠে গেছে রাস্তার কার্পেটিং। বৃষ্টির পানি যাতে না জমে, তার জন্য পৌর কর্তৃপক্ষ পদক্ষেপ গ্রহন করতে হবে। না হলে এভাবে প্রতিনিয়ত দুর্ভোগে পড়তে হবে।
এ বিষয়ে চাঁদপুর পৌরসভার ১২ ওয়ার্ড কাউন্সিলর হাবিবুর রহমান দর্জির সাথে যোগাযোগ করার চেষ্টা করেও কোন বক্তব্য পাওয়া যায়নি।
প্রতিবেদক: শরীফুল ইসলাম, ২০ অক্টোবর ২০২১
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur