Home / আবহাওয়া / দেশের বৃষ্টি বাড়ার সম্ভাবনা
rain weather
প্রতীকী ছবি

দেশের বৃষ্টি বাড়ার সম্ভাবনা

দুদিন বৃষ্টির প্রবণতা কম থাকার পর ফের বৃষ্টি বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফদতর। একই সঙ্গে তাপমাত্রা কমারও পূর্বাভাস দিয়েছে সংস্থাটি।

সোমবার (১ আগস্ট) শ্রাবণ মাসের ১৮ তারিখ, সকাল থেকে ঢাকার আকাশ মেঘলা ছিল। বেলা বাড়তেই গাঢ় হয় মেঘ। বেলা ১২টার দিকে শুরু হয় তুমুল বৃষ্টি। দুপুর ১টার দিকেও গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছিল।

আবহাওয়াবিদ মুহম্মদ আরিফ হোসেন জানান, সুস্পষ্ট লঘুচাপটি উত্তর প্রদেশ ও কাছাকাছি এলাকায় বিরাজমান রয়েছে। মৌসুমী বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।

তিনি বলেন, ‘সোমবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, বরিশাল ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বৃষ্টি হতে পারে।’

এ সময়ে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। আগামি বুধবার থেকে বৃষ্টিপাতের প্রবণতা কমতে পারে বলেও জানান আবহাওয়াবিদ আরিফ হোসেন।

রোববার সকাল ৬টা থেকে সোমবার সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে সৈয়দপুরে। সেখানে ১৭ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এ সময় ঢাকায় চার মিলিমিটার বৃষ্টি হয়েছে। বৃষ্টিপাতের প্রবণতা কিছুটা বেড়েছে বলেও জানিয়েছেন আবহাওয়াবিদরা।

ঢাকা চীফ ব্যুরো, ০২ আগস্ট, ২০২১;