গ্লেন ফিলিপস ও ডারিল মিচেল যেভাবে ব্যাট করছিলেন তাতে দুইশ ছাড়িয়ে যেতে পারত নিউজিল্যান্ডের স্কোর।
প্রথম টি-টোয়েন্টির মতো সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতেও বড় সংগ্রহের পথে ছিল নিউজিল্যান্ড।
তবে বৃষ্টি বাগড়া দেওয়ায় পুরো ইনিংস শেষ করতে পারেনি টস হেরে আগে ব্যাট করা দলটি।
নেপিয়ারে দ্বিতীয় দফায় বৃষ্টি হানা দেওয়ার আগে ১৭.৫ ওভারে দলটির স্কোর ছিল ৫ উইকেটে ১৭৩। গ্লেন ফিলিপস ও ডারিল মিচেল যেভাবে ব্যাট করছিলেন তাতে দুইশ ছাড়িয়ে যেতে পারত দলটির স্কোর।
শেষ পর্যন্ত বাংলাদেশের জন্য সৌভাগ্যই হয়ে এসেছে বৃষ্টি। ডাকওয়ার্থ লুইস মেথডে বাংলাদেশের সামনে লক্ষ্য সহজ হয়ে গেছে। জিততে হলে ১৬ ওভারে ১৪৮ রান করতে হবে সফরকারীদের।
বার্তাকক্ষ, ৩০ মার্চ ,২০২১;
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur