আজ বৃষ্টি হবে জেনে
উত্তাল নদী, খেলা করে মাতাল ঢেউ
বাতাসে শ্রাবনের সুর।
বৃষ্টি হবে জেনে আকাশে সেজেছে মেঘের ভেলা
একফালি চাঁদ হারালো মেঘের আড়ালে।
আজ বৃষ্টি হবে জেনে
লাজে লাজুক লজ্জাবতী,
গভীর নিদ্রায় উদাসী মন উৎফুল্ল কিশোরী দু’হাত মেলে বিলায় জল রাশি।
আজ বৃষ্টি হবে জেনে
কাছে ডাকলে তুমি ভালোবাসার নিবির বন্ধনে
বহু দুরুত্বের ব্যবদানে আমি আনমনা
শুধু নির্বাক চেয়ে থাকি বৃষ্টি কণায়।
আজ বৃষ্টি হবে জেনে
কান পেতে রই টিপ টিপ শব্দ শুনার
প্রহর গুনি তোমার উষ্ণতার জন্যে
বেলা অবেলায় ঝরে মুষল ধারা।
অথচ আজ বৃষ্টি হবেনা জেনে ও
শূন্যে তাকিয়ে আনমনা নির্বাক আমি
তোমার দৃষ্টির অগোচরেই
ঝরছে আমার স্বপ্নভরা দু চোখ।
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur