Home / চাঁদপুর / বৃষ্টি বিড়ম্বনায় শিশুরা…
বৃষ্টি বিড়ম্বনায় শিশুরা...
ছবিটি চাঁদপুর পুরানবাজার এলাকা থেকে তোলা

বৃষ্টি বিড়ম্বনায় শিশুরা…

আশিক বিন রহিম :

৩দিনের ভারী বর্ষণে চাঁদপুর শহর এলাকা প্লাবিত। দেখা দিয়েছে মারত্মক জলাবদ্ধতা। চরম দুর্ভোগে শহরবাসীর স্বাভাবিক জীবন অবরুদ্ধ। বৃষ্টি বিড়ম্বনা থেকে রক্ষা নেই শিশুদেরও।

একটি রেইনকোট অথবা ছাতার কারণে স্কুলে যাওয়া বন্ধ হয়ে পড়েছে দরিদ্র পরিবারের শিশুদের। খোলা আকাশের নিচে সকল শিশুদের খেলাধুলা একপ্রকার বন্ধ। বাবা-মায়ের চোখ ফাঁকি দিয়ে কোনো কোনো শিশু ঠিকই নেমে পড়েছে রাস্তায়।

শনিবার চাঁদপুর শহরের পুরাণবাজার এলাকার দুরন্ত চার শিশু ঘরের বাইরে বেরুলেই পড়ে বৃষ্টি বিড়ম্বনায়। ফলে একটি গামছার নিচে আশ্রয় নিতে দেখা যায় ওই ৪শিশুকে।

আপডেট :   বাংলাদেশ সময় : ১৩ আষাঢ় ১৪২২ বঙ্গাব্দ, শনিবার ২৭ জুন ২০১৫ খ্রিস্টাব্দ, ১১:০২ অপরাহ্ন

চাঁদপুর টাইমস : প্রতিনিধি/এমআরআর/২০১৫

চাঁদপুর টাইমস ডট কমপ্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি

About Chandpur Times

This is user group of Chandpur Times Content Editor. this profile use Content Editor Team. Chandpur Times newspaper is the largest and most popular Bengali local news portal of Bangladesh.Always published real story of society and environment.