চাঁদপুর

বৃষ্টি বিড়ম্বনায় চাঁদপুরের বিভিন্ন ঈদগাহে জামাত হচ্ছে না : বিকল্প মসজিদ

বৃষ্টির কারণে চাঁদপুর শহরের বিভিন্নস্থানের ঈদগা ময়দানে পানি জমে থাকায় ধর্মপ্রাণ মুসল্লিরা এবারও মসজিদে পবিত্র ঈদুল আযহার নামাজ আদায় করতে হবে এলাকার মসজিদ গুলতে।

গত দুদিনের থেমে থেমে মাঝারি বৃস্টির কারনে চাঁদপুর আউটার স্টেডিয়ামসহ শহরের অন্য ঈদ জামাতের মাঠে বৃস্টির পানি জমে কাদাচ্ছন্ন হয়ে পড়ে। ফলে ওই সকল মাঠগুলোতে নামাজ পড়া অনুপযোগী হয়ে পড়েছে।

মঙ্গলবার (২১ আগস্ট) বিকেলে চাঁদপুর আউটার স্টেডিয়াম ঈদ জামায়াত কিমিটির সভাপতি অ্যাডঃ সেলিম আকবরসহ কমিটির অন্যান্যরা মাঠে ঈদ জামাত আদায় না করার সিন্ধান্ত নিয়েছেণ। ফলে ঈদ জামাতের মুসল্লিরা নিজ নিজ এলাকার মসজিদে ঈদুল আযহার নামাজ আদায় করবেন।

এ বিষয়ে মুসল্লিরা জানান, প্রতিবছর এ সময়ে বৃষ্টির কারনে ঈদ জামাতে নামাজ পড়তে বিঘ্ন হয়। তাই ঈদের জামাতের ২/৩ দিন পূর্বে ভালোভাবে পদক্ষেপ নিলে বৃষ্টি হলেও নামাজ আদায় করা যাবে।

প্রতিবেদক- শরীফুল ইসলাম

Share