Home / খেলাধুলা / বৃষ্টির শঙ্কায় চট্টগ্রাম টেস্ট!
বৃষ্টির শঙ্কায় চট্টগ্রাম টেস্ট!

বৃষ্টির শঙ্কায় চট্টগ্রাম টেস্ট!

হোয়াইটওয়াশের লক্ষ্যে আগামীকাল (সোমবার) সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ। বন্দর নগরী চট্টগ্রামরে জহুর আহম্মেদ চৌধুরী স্টেডিয়ামে সকাল ১০টায় শুরু হবে দুই দলের ব্যাট-বল যুদ্ধ। তবে এ ম্যাচকে ঘিরে বৃষ্টির শঙ্কা রয়েছে। হয়তো বা ম্যাচের প্রথম দিনেই বৃষ্টিতে ভিজবে জহুর আহমেদ স্টেডিয়াম।

আবহাওয়ার খবরে বলা হয়েছে আগামীকাল সোমবার (৪ সেপ্টেম্বর) চট্টগ্রামে দিনের বেলায় ৩ ঘন্টা ও রাতে ৩ ঘন্টা বৃষ্টি হতে পারে। দিনের বেলায় ৯ মিলিমিটার ও রাতে ৫ মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে।

আগামীকাল চট্টগ্রামে দিনের বেলায় বাতাসের গতিবেগ থাকতে পারে ঘন্টায় ১৩ কিলোমিটার। রাতের বেলায় বাতাসের গতিবেগ থাকতে পারে ঘন্টায় ১১ কিলোমিটার। রাতের বেলায় তাপমাত্রা থাকবে ২৮ ডিগ্রী সেলসিয়াস তবে সেটা ৩৩ ডিগ্রী সেলসিয়াসের মতো অনুভূত হবে।

চট্টগ্রামে সোমবার দিনের বেলায় তাপমাত্রা থাকবে ৩২ ডিগ্রী সেলসিয়াস প্রকৃতপক্ষে যা ৪৩ ডিগ্রী সেলসিয়াসের মতো অনুভূত হতে পরে।

নিউজ ডেস্ক
: আপডেট, বাংলাদেশ ১০ : ০৩ পিএম, ৩ সেপ্টম্বর ২০১৭, রোববার
এইউ

Leave a Reply