মিরপুরে রবিবার সন্ধ্যায় এশিয়া কাপ ফাইনাল ম্যাচ শুরু হওয়ার আগে প্রচণ্ড ঝড় বৃষ্টি শুরু হয়েছে। অনেক কষ্ট করেও কাভার দিয়ে মাঠ ঢেকে রাখা যাচ্ছে না।
উইকেট এবং এর আশপাশের কিছু জায়গা ঢাকা হলেও আউটফিল্ডে প্রচুর পরিমাণে পানি জমে গেছে। ঝড়ে কাভারও উড়ে যাচ্ছে। রবিবার সন্ধ্যা ছয়টার পরপরই মিরপুরে প্রচণ্ড ঝড়বৃষ্টি শুরু হয়। এখনও মূষলধারে বৃষ্টি হচ্ছে।
এদিন ঝড়বৃষ্টি শুরুর সাথেসাথে মিরপুরে বিদ্যুৎ চলে যায়। প্রায় ২০ মিনিট অন্ধকারে থাকে মিরপুর। পরে অবশ্য, ইমার্জেন্সি বিদ্যুতের ব্যবস্থা করা হয়েছে।তাছাড়া প্রচণ্ড ঝড়ে স্টেডিয়ামের জায়ান্ট স্ক্রিনের কিছু অংশও ভেঙে গেছে। মাত্র একটি ফ্লাডলাইট জ্বালিয়ে রাখা হয়েছে।
আজ সন্ধ্যা সাড়ে সাতটায় মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এশিয়া কাপের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা। এই ম্যাচে স্বাগতিক বাংলাদেশের মুখোমুখি হবে ভারত।
নির্ধারিত সময়ে ম্যাচ মাঠে না গড়ালে বাংলাদেশ-ভারত দুই দলই শিরোপা ভাগাভাগি করে নেবে।
|| আপডেট: ০৭:১৯ অপরাহ্ন, ০৬ মার্চ ২০১৬, রোববার
এমআরআর