Home / খেলাধুলা / বৃষ্টির কারনে কুমিল্লা-রংপুরের খেলা বন্ধ
বৃষ্টির কারনে কুমিল্লা-রংপুরের খেলা বন্ধ

বৃষ্টির কারনে কুমিল্লা-রংপুরের খেলা বন্ধ

গেইলের ঘটনাটি ঘটে ইনিংসের তৃতীয় ওভারের প্রথম বলে। মেহেদী হাসানের বলে শর্ট ফাইন লেগে ঠেলে দিয়ে সিঙ্গেল নিতে গিয়েছিলেন গেইল। ফিল্ডার বল ধরে তরিত গতি ছুড়ে দেন নন স্ট্রাইক প্রান্তে। ঠিকভাবে বল ধরতে পারেননি মেহেদী।

তার হাতে বল লেগে গরিয়ে চলে যায় পাশে। ঠিক ওই সময় রান নিতে বেশ দ্রুতই দৌড় দিয়েছিল গেইল। বল পায়ের নিচে পড়লে ব্যাথা পেয়ে লুটিয়ে পড়েন এ ক্যারিবিয়ান।

ব্যাথা পেলেও খেলে চলছিলেন গেইল। রান নেওয়ার সময় খুড়িয়ে খুড়িয়ে দৌড় দিচ্ছিলেন তিনি। অনেকটা জোরে হাঁটার মতোই। ক্রিকেটের নতুন নিয়ম অনুযায়ী রানার নেওয়ার কোন নিয়ম না থাকায় তাকেই খেলতে হয়। এরপর মেহেদীর পরের ওভারের প্রথম বলেই ছক্কা হাঁকাতে গিয়ে লং অনে ধরা পড়েন শোয়েব মালিকের হাতে।

এর আগে ফাইনালে নিশ্চিতের জন্য বাঁচা-মরার এই ম্যাচে টস জিতেন কুমিল্লার অধিনায়ক তামিম ইকবাল। আর টস ভাগ্যে উর্ত্তীণ হয়ে প্রথমে বল করার সিদ্ধান্ত নিয়ে রংপুরকে ব্যাট করার আমন্ত্রণ জানিয়েছেন তিনি।

বঙ্গোপসাগরে সৃষ্ট লঘু চাপের ফলে রংপুর ও কুমিল্লার মধ্যকার মহা গুরুত্বপূর্ণ ম্যাচটি মাঠে গড়ানো নিয়ে অনেক শঙ্কা থাকলেও অবশেষে সময় মতোই মাঠে গড়ায় ম্যাচটি।

উল্লেখ্য এর আগে প্রথম কোয়ালিফায়ারে রীতিমত কুমিল্লাকে উড়িয়ে দিয়ে দাপুটে ও ৯৫ রানের বিশাল জয়ে ফাইনাল নিশ্চিতের মাধ্যমে শিরোপা জয়ের এক ধাপ সামনে এগিয়ে যায় বর্তমান শিরোপাজয়ী দল ঢাকা ডায়নামাইটস। কুমিল্লা ও রংপুরের মধ্যকার আজকের লড়াই থেকে নিশ্চিত হবে চলমান প্রতিযোগিতার শিরোপার লড়াইয়ের জন্য ঢাকার প্রতিপক্ষ। উল্লেখ্য, আসছে মঙ্গলবার আজকের বিজয়ী দলের সাথে এবারের আসরের শিরোপা নির্ধারণী ম্যাচে মোকাবেলা করবে ঢাকা। আসরের ফাইনাল ম্যাচটি শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

রংপুর রাইডার্সঃ ক্রিস গেইল, জনসন চার্লস, ব্রেন্ডন ম্যাককালাম, মোহাম্মদ মিঠুন (উইকেটরক্ষক), রবি বোপারা, নাহিদুল ইসলাম, মাশরাফি মর্তুজা (অধিনায়ক), রুবেল হোসেন, নাজমুল ইসলাম, ইসির উদ্যান, সোহাগ গাজী।

কুমিল্লা ভিক্টোরিয়ান্সঃ তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাশ (উইকেটরক্ষক), জোস বাটলার, ইমরুল কায়েস, মারলন স্যামুয়েলস, শোয়েব মালিক, হাসান আলী, মোহাম্মদ সাইফুদ্দিন, গ্রায়েম ক্রেমার, মেহেদী হাসান, আল-আমিন হোসেন।

নিউজ ডেস্ক
: আপডেট, বাংলাদেশ সময় ৭:১৫ পিএম, ১০ ডিসেম্বর ২০১৭, রোববার
এএস