মৌসুমী বায়ুর প্রভাবে দেশের বিভিন্ন স্থানে রয়েছে ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা। আজ ২০ জুন সকাল ৯ টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী,রংপুর,ঢাকা,ময়মনসিংহ,খুলনা,বরিশাল,চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
চাঁদপুর আবহাওয়া পর্যবেক্ষণাগারের চাঁদপুর টাইমসকে দেয়া তথ্য মতে, আজ রোববার ২০ জুন চাঁদপুরের গত ২৪ ঘন্টায় ভোর ৬ টা পর্যন্ত সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ২৬ মি.মি ও সকাল ৬ টায় ৪০ মি.মি বৃষ্টিপাত রেকর্ড হয়েছে ।
এ ছাড়াও বেলা ১২ টায় সব্বোর্চ ২৮ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ম ২৪ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।
এদিকে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আগামি তিনদিনে সারাদেশে বৃষ্টিপাতের প্রবণতা কমে আসতে পারে। দেশের সমুদ্রবন্দরগুলোয় নেই কোনো সতর্ক সংকেত। অন্যদিকে ১ নম্বর সতর্ক সংকেত রয়েছে দেশের অভ্যন্তরীণ নৌবন্দরে ।
আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়েছে,মৌসুমী বায়ুর অক্ষের বাড়তি অংশ উত্তর প্রদেশ, বিহার,পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উত্তরাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বাড়তি অংশ উত্তর বঙ্গোপসাগরে অবস্থান করছে। মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে তা মাঝারী অবস্থায় রয়েছে ।
গত ২৪ ঘন্টায় সর্বোচ্চ তাপমাত্রা সিলেট ৩২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে মাদারীপুরে ২৩ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।
গত ২৪ ঘন্টায় উল্লেখযোগ্য বৃষ্টিপাত হয়েছে গোপালগঞ্জে ১১১ মি.মি,খেপুপাড়ায় ৯৯ মি.মি,মাদারীপুরে ৮৩ মি.মি,নেত্রকোনায় ৭৩ মি.মি, মংলায় ৭৬ মি.মি, চট্টগ্রামে ৭৪ মি.মি,কুতুবদিয়ায় ৪৮মি.মি ঢাকায় ৩১ মি.মি । আজ সূর্যাস্ত সন্ধ্যা ৬টা ৪৮ মিনিটে এবং আগামীকাল সোমবার সূর্যোদয় ভোর ৫ টা ১২ মিনিটে।
আবহাওয়া ডেস্ক, ২০ জুন ২০২১
এজি
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur