বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতে পূর্বাভাস

দেশে বৃষ্টিপাতের প্রবণতা আরও তিন দিন অব্যাহত থাকতে পারে। আগামি ২৪ ঘণ্টায় কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে মাঝারী ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।

মঙ্গলবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

একই সঙ্গে দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে মাঝারী ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।

আগামি তিন দিনের (৭২ ঘণ্টা) আবহাওয়া পরিস্থিতি সম্পর্কে বলা হয়েছে, এই সময় সারাদেশে বৃষ্টিপাত প্রবণতা অব্যাহত থাকতে পারে।

মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় হাতিয়ায় ৯৭ মিলিমিটার, সীতাকুণ্ডে ৮১ মিলিমিটার, সন্দ্বীপে ৭৪ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।

ঢাকা চীফ ব্যুরো, ২২ জুন, ২০২১;

Share