বৃষ্টিভেজা হবে এবারের কোরবানির ঈদ! এমনাটাই পূর্বাভাস দিয়েছে আবহাওয়াবিদরা। তারা জানিয়েছে, মৌসুমি বায়ু সক্রিয় থাকায় এখন মাঝে-মধ্যেই বৃষ্টি নামছে। এমন পরিস্থিতি ঈদের ছুটির দিনগুলোতেও থাকতে পারে।
আবহাওয়াবিদদের পূর্বাভাস সত্যি হলে বৃষ্টিভেজা হবে এবারের ঈদ।
আবহাওয়া বিভাগের (বিএমডি) কর্মকর্তা আবদুর রহমান খান জানান, মৌসুমী বায়ু উত্তর বঙ্গোপসাগরে দুর্বল থেকে মাঝারি অবস্থায় বিরাজ করছে। ঈদুল আযহার দিনগুলোতে মোটামুটি বৃষ্টি হবে। হয়তো মুষলধারে বা বেশিরভাগ স্থানজুড়ে হবে না, কিন্তু কোথাও হালকা থেকে মাঝারি, আবার কোথাও ভারি থেকে অতি ভারি বৃষ্টি হতে পারে।
বৃষ্টিপ্রবণ এলাকার মধ্যে চট্টগ্রাম, ঢাকা ও সিলেট বিভাগ শীর্ষে। অন্য স্থানেও কম-বেশি বৃষ্টি হবে। যুক্তরাষ্ট্রের দ্য ওয়েদার চ্যানেলের আগামী ৫ দিনের পূর্বাভাসেও বৃষ্টিপাতের কথা বলা হয়েছে।
চ্যানেলটির মতে, শনিবার (২ সেপ্টম্বর) ঢাকায় বৃষ্টিপাতের আশঙ্কা শতভাগ। শুক্রবার (পহেলা সেপ্টেম্বর) ও রোববার (৩ সেপ্টম্বর) বৃষ্টিপাতের আশঙ্কা অবশ্য ৯০ শতাংশ।
আগামী সোমবার ঢাকায় বৃষ্টি কিছুটা কমলেও মঙ্গলবার আবার বৃষ্টির দেখা মিলবে। ঈদের দিন রাজশাহীতে বৃষ্টির আশঙ্কা ৯০ শতাংশ বলে উল্লেখ করছে এ চ্যানেলটি।
নিউজ ডেস্ক /strong>
: আপডেট, বাংলাদেশ ১০ : ১৫ পিএম, ১ সেপ্টম্বর ২০১৭, শুক্রবার
এইউ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur