Home / চাঁদপুর / চাঁদপুরে থেমে থেমে বৃষ্টিতে বেড়েছে ভোগান্তি
Rain,-Bristi
ফাইল ছবি

চাঁদপুরে থেমে থেমে বৃষ্টিতে বেড়েছে ভোগান্তি

গত কয়েকদিন ধরে চাঁদপুরে থেমে থেমে মাঝারি থেকে ভারি বর্ষণ অব্যাহত রয়েছে। থেমে থেমে এই বৃষ্টিপাতে চাঁদপুর শহরের নিচু এলাকাসমূহে জলাবদ্ধতার সৃষ্টি হয়। তবে জলাবদ্ধতা বেশিক্ষণ স্থায়ী হয়নি। এ অবস্থায় একদিনে লকডাউন অন্যদিকে বৃষ্টি বিড়ম্বনায় মানুষদের ভোগান্তিকে আরো বাড়িয়ে দিয়েছে।

তাছাড়া একদিকে ভাপসা গরম অন্যদিকে বৃষ্টির পানি শরীরের লেগে অনেকের জ্বর-সর্দী হচ্ছে। এর ফলে শিশু ও বুড়োরা শ্বাসকষ্ট জনিতে অসুখে আক্রান্ত হচ্ছে। যা করোনায় আক্রান্ত রোগীদের সংখাও বাড়িয়ে দেতে সহায়তা করছে।

৩ আগস্ট মঙ্গলবারও চাঁদপুরেরর অনেক জায়গায় বিক্ষিপ্তভাবে মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হয়েছে। এতে লকডাউনে জরুরী কাজে ঘর থেকে বেড় হওয়া মানুষজন ভোগান্তির সম্মুখীন হয়েছে।

তবে পরবর্তী দু’দিনে বৃষ্টিপাতের প্রবণতা কম হওয়া এবং এর পরের ৫ দিনে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

আবহাওয়া অফিস বলছে ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে।

আবহাওয়া অফিস জানায়, ভারতের উত্তর প্রদেশ ও এর কাছাকাছি এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি বর্তমানে উত্তর প্রদেশ ও এর আশপাশের উত্তর-পশ্চিম মধ্যপ্রদেশ এলাকায় অবস্থান করছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।

এছাড়া সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

স্টাফ করেসপন্ডেট, ৩ জুলাই ২০২১