Home / চাঁদপুর / বৃষ্টিতে চাঁদপুরে অসংখ্য সড়কে খানাখন্দ, চলাচলে চরম দুর্ভোগ
বৃষ্টিতে

বৃষ্টিতে চাঁদপুরে অসংখ্য সড়কে খানাখন্দ, চলাচলে চরম দুর্ভোগ

গত কয়েকদিনের টানা ভারি বর্ষনে চাঁদপুর শহরের বিভিন্ন সড়ক গুলো খানাখন্দকে পরিণত হয়েছে। এতে করে পথচারী ও যানবাহন চলাচলে অনেক ভোগান্তি পোহাতে হচ্ছে। ভারি বৃষ্টির কারনে শহরের প্রায় সবগুলো সড়কই একই অবস্থা।

জানা যায়, গত ৬/৭ দিন পূর্বে সারাদেশের মতো চাঁদপুরেও দিনে রাতে টানা ভারি বৃৃষ্টি হওয়ার কারণে জনজীবনে অনেক ভোগান্তি দেখা দেয়। বিভিন্ন বাসা,বাড়ি, রাস্তা ঘাটে বৃষ্টির পানি জমে একদিকে যেমন জলাবদ্ধতায় বন্যায় পরিণত হয়েছে। অন্যদিকে ভারি বৃষ্টিতে শহরের সড়ক গুলোতে বৃষ্টির পানি জমে পিরিজ ঢালাই উঠে গিয়ে ছোট বড় অনেক গর্ত সৃষ্টি হয়েছে।

গর্তে জমে থাকা পানিতে যানবাহন চলাচল করায় ছোট ছোট গর্ত গুলো বিশাল আকারে রূপ ধারণ করে।যার ফলে খুব অল্প সময়েই সড়ক গুলো তার প্রকৃত রূপ হারিয়ে বেহাল দশায় পরিণত হয়েছে।

গত কয়েকদিন ধরে চাঁদপুর শহরের বিভিন্ন স্থানে সরজমিনে ঘুরে দেখা গেছে শহরের শহীদ মুক্তিযোদ্ধা সড়ক, হাজী মহসীন রোড, মরহুম আব্দুল করিম পাটওয়ারী সড়ক, বঙ্গবন্ধু সড়ক, নতুনবাজার, নিউট্রাক রোড, কাজী কবি নজরুল ইসলাম সড়কসহ শহরের বেশ কিছু প্রধান প্রধান সড়ক গুলোতে পিরিজ ঢালাই উঠে গিয়ে ছোট বড় অসংখ্য গর্ত সৃষ্টি হয়েছে। এর বাইরে পুরানবাজার-লোহারপুল, উত্তর শ্রীরামদী, জিটি রোডসহ শহরের বিভিন্ন পাড়া মহল্লার সড়ক গুলোরও একই অবস্থায় রয়েছে।

তবে উল্ল্যেখিত এসব সড়ক গুলোর মধ্যে বঙ্গবন্ধু সড়ক, নিউ ট্রাক রোড এবং মরহুম আব্দুল করিম পাটওয়ারী সড়কের চিত্রলেখা এলাকায় সবচেয়ে বেশি বেহাল দশায় দুর্ভোগ পোহাচ্ছে যানবাহন চালক ও পথচারীরা।

খবর নিয়ে জানা গেছে, প্রায় বছর খানেক পূর্বে এসব সড়কগুলোর পুনঃসংস্কার কাজ করানো হয়। কিন্তু ঠিকাদারী প্রতিষ্ঠানগুলো নিজেদের খামখেয়ালি মতো নিন্মমানের মালামাল দিয়ে সড়কের কাজ করানো হয়। যার কারণে ৬ মাস না পেরুতেই এসব সড়কের করুন পরিণতি দেখা দিয়েছে। নিম্মমানের সামগ্রী দিয়ে পুনঃসংস্কারের কাজ করানোর কারনে, সামন্য বৃষ্টি হলেই উঠে পড়ছে সড়কের পিরিজ ঢালাই, ইট বালি,কংক্রিট। এ কারনে সড়কে ছোট বড় অসংখ্য গর্ত সৃষ্টি হয়ে পথচারী ও যানবাহন চলাচলে চরম দুর্ভোগ দেখা দিয়েছে।

প্রতিবেদক: কবির হোসেন মিজি, ১ সেপ্টেম্বর ২০২৪