চাঁদপুর সদর

বৃষ্টিতে চাঁদপুরের ঈদগাহ ময়দানগুলোতে জলাবদ্ধতা

ঝড়ো হওয়া ও বৃষ্টিতে চাঁদপুর শহরের প্রধান ঈদগাহ মাঠসহ অন্যান্য মাঠগুলোতে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।

শুক্রবার (১৫ জুন) রাত থেকে শনিবার (১৬ জুন) সকাল পর্যন্ত হওয়া ঝড়ো হাওয়া ও বৃষ্টিতে ঈদের সকল প্রস্তুতিই ক্ষতিগ্রস্ত হয়েছে। বিকল্প হিসেবে শহর ও শহরতলীর মসজিদগুলোতেই ধর্মপ্রাণ মুসল্লিরা পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করবেন।

চাঁদপুর শহরের প্রধান ঈদের জামাত হয় পৌর ঈদগাহ মাঠে। এছাড়া শহরের আউটার স্টেডিয়াম, সরকারি কলেজ মাঠ ও হাসান আলী উচ্চ বিদ্যালয় সম্মুখের ঈদগাহ মাঠ ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে মসজিদগুলোতেই নামাজের জন্য প্রস্তুতি নেয়া হয়েছে।

আউটার স্টেডিয়াম ঈদ জামাত কমিটির সভাপতি অ্যাডভোকেট সেলিম আকবর বলেন, ঈদ জামাতের জন্য আমাদের সকল প্রস্তুতি সম্পন্ন ছিলো। কিন্তু প্রাকৃতিক দুর্যোগের কারণে এখন আর নামাজ পড়া সম্ভব নয়। মাঠের সামিয়ানা ও বাঁশগুলো ভেঙে পড়ে আছে। বিকল্প হিসেবে বাসস্ট্যান্ড গৌর-এ- গরিবা জামে মসজিদসহ আশপাশের মসজিদে ঈদ জামাত অনুষ্ঠিত হবে।

বার্তা কক্ষ

Share