চাঁদপুর শহরে বৃদ্ধ নিখোঁজ

চাঁদপুর শহরের কোড়ালিয়া নিবাসী ছৈয়াল বাড়ীর মোহাম্মদ মন্টু ছৈয়াল(৭৫) ২৩ আগস্ট সকাল ১১ টার দিকে চাঁদপুর সদর হাসপাতালের সামনে থেকে নিখোঁজ হয়েছে।

তাহার পরনে ছিল, আকাশী কালারের ফুল শার্ট, পরনে ছিল কাল চেকের লুঙ্গি। তিনি শারীরিকভাবে অসুস্থ ছিলেন ।

এই ব্যাপারে চাঁদপুর মডেল থানায় জিডি করা হয়েছে যার নং ১৫৯২ তারিখ ২৮/৮,  যদি কোন সহৃদয়বান ব্যক্তি উনার খোঁজ পেয়ে থাকেন তাহলে নিম্ন নাম্বারে যোগাযোগ করবেন।

 01818788744,01917900393

Share