ফরিদগঞ্জ

ফরিদগঞ্জে করোনা উপসর্গ নিয়ে আরো এক বৃদ্ধের মৃত্যু

চাঁদপুরের ফরিদগঞ্জে করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে ৭০ বছর বয়সী আরো এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। বৃদ্ধর করোনার নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়েছে। ২৭ এপ্রিল সোমবার দুপরের জ্বর, সর্দি, কাশি, শ্বাসকষ্ট ও পাতলা পায়খানা থাকায় করোনার সন্দেহভাজন রোগী হিসেবে তাকে বিশেষ ব্যবস্থায় দাফন করা হয়। এটি উপজেলার ধানুয়া গ্রামের ঘটনা।

ফরিদগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. কামরুল হাছান জানায়, বৃদ্ধা আবুল বাশার মারা যাওয়ার পর আমাদেরকে অবগত করলে আমাদের মেডিক্যাল টিম গিয়ে আবুল বাশারের নমুনা সংগ্রহ করে আমরা আইডিসিআরে পাঠিয়েছি। নমুনার রিপোর্ট আশার পর জানা যাবে মৃত ব্যক্তি করোনা ভাইরাসে আক্রান্ত ছিল কিনা।

প্রসঙ্গত, আবুল বাশার গত তিন দিন যাবৎ জ্বর, সর্দি, কাশি, শ্বাসকষ্ট ও পাতলাপায়খানায় ভুগছিলেন এবং বোরবার গভীর রাতে তিনি মারা যান। আবুল বাশারের মুত্যুর পর এলাকাবাসী আতঙ্কিত হয়ে পড়েছে।  আরো পড়ুন- চাঁদপুর আইসোলেশন ইউনিটে থাকা ফরিদগঞ্জের বৃদ্ধা ও কিশোরীর মৃত্যু

এদিকে করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে মারা যাওয়া ব্যক্তির লাশ দাফনে কেও এগিয়ে না আসায় সময় গড়ায় অনেক। ঠিক তখনি সামাজিক সংগঠন বাংলাদেশ ওয়ার্কিং ক্লাবের সদস্যরা এগিয়ে এসে দাফন সম্পন্ন করে।

বাংলাদেশ ওয়ার্কিং ক্লাবের সাংগঠনিক সম্পাদক মোঃ আরিফ জানান, করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে মারা যাওয়া ব্যক্তির দাফনের জন্য ৭/ ৮ ঘন্টা পার হয়ে গেলেও কোন ব্যক্তি বা সংগঠন এগিয়ে না আসায়, আমরা কয়েক জন সদস্যের একটি টিম এসে দাফন কার্য সম্পাদন করি।

তিনি বলেন ভবিষ্যতে করোনা ভাইরাসে আক্রান্ত ব্যক্তির দাফন কার্যে আমাদের টিম ফরিদগঞ্জ তথা বাংলাদেশের যে কোন স্থানে এ কার্যক্রম পরিচালনা করবে। আর এ কার্যক্রম আমাদের সামাজিক সংগঠনের অংশ হিসেবে চলমান থাকবে।

প্রেস বিজ্ঞপ্তি, ২৭ এপ্রিল ২০২০

Share