চাঁদপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে কোভিড-১৯ আক্রান্ত হয়ে কাজল বেপারী (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। ৫ ডিসেম্বর রোববার সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
তার বাড়ি চাঁদপুর সদর উপজেলার আশিকাটি ইউনিয়নের পশ্চিম হোসেনপুর গ্রামে।
হাসপাতালের করোনা বিষয়ক ফোকাল পারসন ডা. সুজাউদ্দৌলা রুবেল বলেন, শনিবার রাতে কাজল বেপারী করোনার উপসর্গ নিয়ে ভর্তি হন। পরে তার নমুনা পরীক্ষা করলে করোনা পজিটিভ আসে। তার অক্সিজেন স্যাচুরেশনের মাত্রা দ্রুত হ্রাস পায়। ফলে তিনি মারা যান। আমরা বাঁচানোর জন্য সর্বোচ্চ চেষ্টা করেছি।
নতুন আক্রান্তসহ জেলায় করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১৫ হাজার ৫১ জন। এর মধ্যে মৃতের সংখ্যা ২৩৯ জন। এ পর্যন্ত সুস্থ ঘোষণা করা হয়েছে ১৪ হাজার ৭৭২ জনকে। বর্তমানে চিকিৎসাধীন আছেন ৪০ জন। আক্রান্ত সবাই হোম আইসোলেশনে আছেন।
স্টাফ করেসপন্ডেন্ট,৬ ডিসেম্বর ২০২১
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur