চাঁদপুর ২৫০শয্যা সরকারি জেনারেল হাসপাতালের আইসোলেশনে চিকিৎসাধীন অবস্থায় খোরশেদ আলম (৬৫) নামের এক বৃদ্ধ মারা গেছেন। ২৭ মে বুধবার রাতে তিনি মারা যান। তার বাড়ি চাঁদপুর সদর উপজেলার তরপুরচন্ডি ইউনিয়নে।
হাসপাতাল সূত্রে জানা গেছে, ২৬ মে মঙ্গলবার দিবাগত রাতে তিনি করোনার উপসর্গ নিয়ে চাঁদপুর সদর হাসপাতালে আসেন। অবস্থা গুরুতর দেখে তাকে হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি দেওয়া হয়। রাতেই তিনি সেখানে মারা যান। বুধবার সকালে তার নমুনা সংগ্রহ করা হয়েছে। করোনা সন্দেহভাজন হিসেবে তাকে বিশেষ ব্যবস্থায় দাফন করা হবে।
বার্তা কক্ষ, ২৭ মে ২০২০
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur