চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় ফুলমতি( ৭৫) নামে এক বৃদ্ধা নারীর মৃতদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। শনিবার সকালে হাজীগঞ্জ উপজেলার দ্বাদশ ইউনিয়নের নাসিকোর্ট গ্রাম থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়েছে।
হাজীগঞ্জ থানার অফিসার ইন চার্জ মুহাম্মদ আবদুল জব্বার উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছে বলেন, সকালে একজন বৃদ্ধা নারীর মৃতদেহ পড়ে থাকে দেখে এলাকাবাসী খবর দেয়।
পরে মৃত দেহ উদ্ধারের জন্য পুলিশ পাঠানো হয়েছে। স্থানীয় বাসিন্দা তুহিন ও বাবুল জানান, সকালে নাসিক কোর্ট মাঠের একটি পুকুরে এ নারীর মৃত দেহ কাদা মাটিতে পড়ে ছিল। স্থানীয়রা দেখে পুলিশে খবর দেয়া হয়। পুলিশের সহায়তায় মৃতদেহ উদ্ধারের পর পরিস্কার করা হলে তার পরিচয় মিলে।
তিনি মতলব উপজেলার উপাদী গ্রামের আশরাফ আলীর স্ত্রী। তার ২ মেয়ে ১ ছেলে। ফুলমতি পাশের গ্রাম মতলবের চাপাতলী গ্রামে তার মেয়ের শ্বশুর বাড়িতে বেড়াতে আসছিল।
পরিবারের দাবী তিনি মানুসিক ভারসম্যহীন বিদায় রাতে ঘর থেকে বের হয়ে আর বাড়ি ফিরেনি। পরে সকালে তার মৃতদেহ পাশের উপজেলা নাসিরকোর্টে পুকুরে কাদামাটিযুক্ত অবস্থায় পাওয়া যায়।
হাজীগঞ্জ থানার (ওসি) মুহাম্মদ আবদুল জব্বার জানান, যেহেতু বৃদ্ধা মানসিকভারসম্যহীন যেহেতু আইনি কার্যক্রম সম্পন্ন করে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
স্টাফ করেসপন্ডেট/
২০ ডিসেম্বর ২০২৫
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur