চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় আগুনে পুড়ে ছাই হয়ে গেছে বসত ঘর। ওই ঘরের আগুনে পুড়ে মারা গেছেন জেওড়া খাতুন (১০৫) নামক এক বৃদ্ধা মহিলা। শনিবার (২২ নভেম্বর) মধ্যে রাতে উপজেলার নারায়ণপুর পৌরসভার গোবিন্দপুর গ্রামের চৌধুরী বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। নিহত জেওড়া খাতুন ওই বাড়ীর মৃত আব্দুর রব পাটোয়ারীর স্ত্রী।
স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা গেছে, শনিবার রাতে বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় এবং মুহুর্তের মধ্যেই আগুনে দুচালা টিনের বসত ঘরটির চারিদিকে ছড়িয়ে পড়ে। বাড়ীর ও আশপাশের লোকজন এসে শেষ চেষ্টা করেও বাঁচাতে পারেনি ওই ঘরে থাকা জেওড়া খাতুনকে।
নিহতের নাতি কাশিমপুর পুরণ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুস ছাত্তার পাটোয়ারী বলেন, অন্যান্য দিনের মতো দাদী রাখের খাবার খেয়ে একাই ওই ঘরে ঘুমিয়ে পড়েন।রাত আনুমানিক বারোটায় তার দাদীর ঘরে আগুন জ্বলতে দেখে ডাকচিৎকার দিলে আশপাশের লোকজন এসে আগুন নিয়ন্ত্রণে চেষ্টা করে। তবে আগুন পুরো ঘরটিতে ছড়িয়ে পড়ায় তার দাদীকে ঘর থেকে বের করা সম্ভব হয়নি।
ঘটনাস্থলেই মারা যান। তার দুই ছেলে ১ মেয়ে। মেয়ে শ্বশুর বাড়ীতে থাকে।দুই ছেলেই দিনমজুর কাজ করে। তবে ওইদিন কেউই বাড়ীতে ছিল না।
মতলব দক্ষিণ উপজেলা ফায়ার সার্ভিসের সাব অফিসার ইউসুফ আলী বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে সাথে সাথেই রওয়ানা হলে,সেখান থেকে ফোন করে জানানো হয় আগুন নিয়ন্ত্রণে নিয়ে এসেছে। পরে পথিমধ্যে থেকে চলে আসতে হয়েছে।
মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী অফিসার আমজাদ হোসেন বলেন,খবরটি বিলম্বে জানানো হয়েছে। তারপরও খোঁজ খবর নিয়ে ক্ষতিগ্রস্ত পরিবারটিকে সান্তনা দেওয়া হয়। এবং সরকারিভাবে অনুদান দেয়ার প্রতিশ্রুতি দেন তিনি।
প্রতিবেদক: মাহফুজ মল্লিক/
২৩ নভেম্বর ২০২৫
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur