পঞ্চম শ্রেণির প্রাথমিক বৃত্তি পরীক্ষা নির্ধারিত সময়ে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা সচিব ফরিদ আহম্মদ। তিনি বলেন, “আপাতত এ পরীক্ষা বন্ধের কোনও সিদ্ধান্ত নেই। আর এ পরীক্ষায় ‘নোট-গাইড’ কাজে আসবে না।”
সচিবালয়ে শিক্ষা বিষয়ক সাংবাদিকদের সংগঠন ‘এডুকেশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইরাব)’ নেতাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এসব কথা বলেন সচিব।
সচিবের কার্যালয়ে ইরাব সভাপতি অভিজিৎ ভট্টাচার্য এবং সাধারণ সম্পাদক আকতারুজ্জামান সৌজন্য সাক্ষাতের সময় বিভিন্ন বিষয় উত্থাপন করেন।
অনুষ্ঠানে গণশিক্ষা সচিব বলেন,‘বৃত্তি পরীক্ষা এমসিকিউ ও এমসিকিউ আদলে চার-পাঁচ লাইনের সংক্ষিপ্ত-উত্তরে নেয়া হবে। কোনও নোট-গাইড পড়ে পরীক্ষায় উত্তর করা যাবে না। নোট-গাইড থেকে প্রশ্নও করা যাবে না। কেউ প্রশ্ন করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।’
বৃত্তি পরীক্ষার্থী শিক্ষার্থীদের নোট-গাইড বাদ দিয়ে পাঠ্যবই অনুসরণ করার পরামর্শ দিয়ে সচিব ফরিদ আহাম্মদ বলেন, বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) থেকে ফের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বদলি কার্যক্রম শুরু । অনলাইনে এ আবেদন করা যাবে। ’
শিক্ষক নিয়োগ
সচিব বলেন, ‘৩৭ হাজার ৫৭৪ জন সহকারী শিক্ষক নিয়োগ দেয়া হচ্ছে। ইতোমধ্যে আরও ১০ হাজার সহকারী শিক্ষকের পদ শূন্য হয়েছে। আগামি বছর ফের সহকারী শিক্ষক নিয়োগের কার্যক্রম শুরু করা হবে। তবে সেটি বিভাগভিত্তিক ক্লাস্টারভিত্তিতে নিয়োগ দেয়া হবে। আগামি ২০২৫ সালের মধ্যে প্রায় এক লাখ শিক্ষক নিয়োগ দেয়া হবে।’
সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠানে ইরাব উপদেষ্টা রাকিব উদ্দিন, সহ-সভাপতি নূরুজামান মামুন,যুগ্ম সম্পাদক নাজিউর রহমান সোহেল, সাংগঠনিক সম্পাদক মুরাদ হুসাইন, দফতর সম্পাদক রাহুল শর্মা,কার্যনির্বাহী সদস্য বিভাষ বাড়ৈ প্রমুখ উপস্থিত ছিলেন।
শিক্ষা বিষয়ক সাংবাদিকদের অপর সংগঠন বাংলাদেশ এডুকেশন রিপোর্টার্স ফোরাম (বিইআরএফ) সাধারণ সম্পাদক এসএম আব্বাস এতে অংশ নেন।
২৫ ডিসেম্বর ২০২২
এজি
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur