পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের জন্য ‘প্রাথমিক বৃত্তি পরীক্ষা’ হবে আগামি ২৯ ডিসেম্বর। এদিন বেলা ১১টায় উপজেলা সদরে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রাথমিক শিক্ষা অধিদফতরের সহকারী পরিচালক (সাধারণ প্রশাসন) মোহাম্মদ নজরুল ইসলামের বৃহস্পতিবার ৮ ডিসেম্বর সই করা অফিস আদেশে এ তথ্য জানা গেছে।
বিজ্ঞপ্তিটি শুক্রবার (৯ ডিসেম্বর) প্রকাশিত হয়।
অফিস আদেশে জানানো হয়, আগামি ২৭ ডিসেম্বর পরীক্ষার প্রবেশপত্র বিতরণ করা হবে।
অধিদফতর জানায়, বাংলা, ইংরেজি,গণিত ও বিজ্ঞান বিষয়ে বৃত্তি পরীক্ষায় অংশ নেবে শিক্ষার্থীরা। দুই ঘণ্টায় ১০০ নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে। পঞ্চম শ্রেণির মোট শিক্ষার্থীর ১০ % এ পরীক্ষায় অংশ নিতে পারবে। ইতোমধ্যে মাঠ পর্যায়ে এ বিষয়ে নির্দেশনা দেয়া হয়েছে। গত ২৮ নভেম্বর এক আন্তঃমন্ত্রণালয় সভায় বৃত্তি পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।
প্রসঙ্গত, করোনা পরিস্থিতির কারণে গত দুই বছর প্রাথমিক শিক্ষা সমাপণি পরীক্ষা অনুষ্ঠিত হয়নি। চলতি বছরেও এ পরীক্ষা আয়োজনের পরিকল্পনা নেই সরকারের।
বার্ষিক মূল্যায়নের নির্দেশনা দেয়া হয়েছে এরই মধ্যে। তাই, চলতি বছরে প্রচলিত নিয়ম ও পদ্ধতিতে মেধা বৃত্তির বিকল্প হিসেবে আলাদা পরীক্ষা নিয়ে প্রাথমিকের শিক্ষার্থীদের বৃত্তি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।
১১ ডিসেম্বর ২০২২
এজি
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur