চাঁদপুর শাহরাস্তি উপজেলায় শহীদ হালিম-লিয়াকত স্মৃতি সংসদের আয়োজনে নুনিয়া ইসলামিয়া ফাজিল মাদ্রাসা মিলনায়তনে শুক্রবার (২৭ অক্টোবর) বিকেল ৪ টায় কৃতি শিক্ষার্থীদের বৃত্তি ও সনদ প্রদান অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথির বক্তব্যে রাখেন বিদ্যুৎ,গ্যাস ও জালানী মন্ত্রণালয়ের মহাপরিচালক ইঞ্জিনিয়ার মোহাম্মদ হোসাইন।
শহীদ হালিম-লিয়াকত স্মৃতি সংসদের পরিচালক মো. নুরে আলম ফরাজির সভাপতিত্বে ও সংস্থার সাধারণ পরিচালক রাজিব হোসাইনের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন, নুনিয়া ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাও. মো. দেলোয়ার হোসেন, দশনাপাড়া দাখিল মাদ্রাসার সুপার মাও. ইব্রাহীম খলিল, সংস্থার উপদেষ্টা মো. আবুল হাসানাত জুল হাস, মো. রেদোয়ান হোসাইন,হাফেজ মাও. সানা উল্লাহ।
অনুষ্ঠান উদ্বোধন করেন, সংস্থার অন্যতম উপদেষ্টা মাও. সাইদুল ইসলাম মজুমদার।
এসময় প্রধান বক্তার বক্তব্যে রাখেন সংস্থার জেলা কমিটির সমন্বয়ক সদস্য মো. আব্দুল্লাহ আল আমিন সাকি।
প্রধান অতিথির সফর সঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য মো. মাহবুব আলম চৌধুরী, আওয়ামী লীগ নেতা মো. মুকবুল চৌধুরী, মো. জামাল হোসেন, মো. হুমায়ুন কবীর হীরু, কেন্দ্রীয় ছাত্রলীগের কার্যকারী পরিষদের সদস্য হোসেন মীর।
প্রসঙ্গত অনুষ্ঠানে ৪ জন টেলেন্টফুল ও ৪২ জন সাধারণ গ্রেডে বৃত্তি এবং সনদ প্রদান করা হয়।
প্রতিবেদক : মো. মাহবুব আলম, শাহরাস্তি
: আপডেট, বাংলাদেশ ১০ : ৩০ পিএম, ২৭ অক্টোবর, ২০১৭ শুক্রবার
এইউ