ডিসেম্বরে বৃত্তি পরীক্ষা : সুযোগ পাবে ৪০ % শিক্ষার্থী
চলতি বছরের ডিসেম্বরে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। তবে এই পরীক্ষায় প্রথম সাময়িক পরীক্ষার মূল্যায়নের ভিত্তিতে প্রতিটি বিদ্যালয়ের পঞ্চম শ্রেণিতে অধ্যায়নরত শিক্ষার্থীদের সর্বোচ্চ ৪০% অংশ নিতে পারবে।
১৭ জুলাই প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সহাকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলামের সই করা এক পত্রের মাধ্যমে দেশের সব উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারদের এ বিষয়ে জানানো হয়েছে।
পত্রে বলা হয়, ২১, ২২, ২৩ ও ২৪ ডিসেম্বর বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার সম্ভাব্য তারিখ। বাংলা,ইংরেজি, প্রাথমিক গণিত,বাংলাদেশ ও বিশ্বপরিচয় এবং প্রাথমিক বিজ্ঞান (একসঙ্গে) এ চার বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে। বাংলাদেশ ও বিশ্বপরিচয় এবং প্রাথমিক বিজ্ঞান বিষয়ে ৫০% করে একটি পরীক্ষা অনুষ্ঠিত হবে। সরকারি প্রাথমিক বিদ্যালয়,পিটিআই সংলগ্ন পরীক্ষণ বিদ্যালয় এবং সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের অধীন প্রাথমিক বিদ্যালয় থেকে পরীক্ষায় অংশ নিতে পারবেন শিক্ষার্থীরা।
এবারের বৃত্তি পরীক্ষা চারটি বিষয়ে অনুষ্ঠিত হবে: ১। বাংলা ২। ইংরেজি ৩। প্রাথমিক গণিত ৪। বাংলাদেশ ও বিশ্বপরিচয় এবং প্রাথমিক বিজ্ঞান (৫০%+৫০%) এবং প্রতিটি বিষয়ে পূর্ণমান হবে ১০০ এবং পরীক্ষার সময় ২.৩০ মিনিট।
উল্লেখ্য, ২০০৯ সালে প্রাথমিক বৃত্তি পরীক্ষা বন্ধ করে প্রাথমিক শিক্ষা সমাপনি চালু করে আওয়ামী লীগ সরকার। ২০২২ সালে বৃত্তি পরীক্ষা পুনরায় চালুর সিদ্ধান্ত হলেও তা পুরোপুরি বাস্তবায়ন হয়নি। দীর্ঘ বিরতির পর বর্তমান অন্তর্বর্তী সরকার ২০২৫ সালে আবার বৃত্তি পরীক্ষা চালুর উদ্যোগ নিয়েছে। এতে করে মেধাভিত্তিক মূল্যায়নের একটি সুযোগ তৈরি হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
২০ জুলাই ২০২৫
এজি