চাঁদপুরের ৮ উপজেলায় প্রাথমিক বৃত্তি পরীক্ষার্থী সাড়ে ৪ হাজার । জেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে এ জানা গেছে । সরকারি সিদ্ধান্ত মতে জেলার প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত ১০ % হারে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় শিক্ষার্থীগণ অংশগ্রহণ করতে পারবে।
জেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে-চাঁদপুরের সব উপজেলায় ১ হাজার ১শ ৫৬ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৪৫ হাজার ১শ ৮২ জন শিক্ষার্থী চলতি ২০২২ শিক্ষাবর্ষে অধ্যয়নরত। ১০ % হারে এবার ৪ হাজার ৫শ ১৮ জন শিক্ষার্থী প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে।
প্রাপ্ত তথ্যে মতে-চাঁদপুর সদরে ৮শ ৩৬ জন, কচুয়ায় ৬শ ৩৪ জন,হাজীগঞ্জ ৬শ ২ জন, হাইমচরে ২শ ২৩ জন, শাহারাস্তি ৪শ ২৩ জন, ফরিদগঞ্জে ৭শ ৪৫ জন,মতলব দক্ষিণ ৬শ ৫৪ জন এবং মতলব উত্তরে ৩শ ৯৯ জন শিক্ষার্থী প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবের । স্ব-স্ব উপজেলা সদরের একটি স্কুল পরীক্ষার কেন্দ্র হবে বলে চাঁদপুর জেলা প্রাথমিক শিক্ষা অফিস জানান। তবে কত নম্বরের পরীক্ষা হবে তা জানা যায় নি ।
এদিকে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়,বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ডিসেম্বর মাসের শেষ সপ্তাহে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২৮ নভেম্বর প্রাথমিক শিক্ষা সমাপনিতে মেধাবৃত্তি দেয়ার বিকল্প মেধা যাচাই পদ্ধতি নিয়ে আন্ত:মন্ত্রণালয় সভা অনুষ্ঠিত হয়।
সভায় বর্তমান প্রচলিত নিয়ম ও পদ্ধতিতে প্রাথমিক বৃত্তি দেয়া অব্যাহত থাকবে বলে সিদ্ধান্ত নেয়া হয়েছে। চলতি বছরের ডিসেম্বর মাসের শেষ সপ্তাহে এ বৃত্তি পরীক্ষা নেয়া হবে। এ পরীক্ষা প্রতিটি উপজেলা সদরে অনুষ্ঠিত হবে।
প্রাথমিকের শিক্ষার্থীর ১০ % বৃত্তি পরীক্ষায় অংশ নিতে পারবে। জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের,প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের তালিকা ৬ ডিসেম্বরের মধ্যে ই-মেইলে পাঠাতে বলা হয়েছে। প্রাথমিকের বৃত্তি পরীক্ষা সংক্রান্ত অধিদপ্তরের বিজ্ঞপ্তি হতে এ বিষয়ে বিস্তারিত জানুন।
আবদুল গনি
৯ ডিসেম্বর ২০২২
এজি
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur