মতলব দক্ষিণে বৃক্ষ রোপন ও চারা বিতরণ

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষে বৃক্ষরোপণ ও বিতরণ করেছে গ্রীন এনভারমেন্ট মুভমেন্ট চাঁদপুর জেলা শাখা।

মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) সকালে সংগঠনটির চাঁদপুর শাখার উদ্যোগে মতলব দক্ষিণ উপজেলার বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ ও বিতরণ করা হয়।

গ্রীন এনভায়রমেন্ট মুভমেন্ট চাঁদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম মোহন বলেন, ‘বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে দেশ আজ উন্নয়নের মহাসড়কে দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে। যারা এক সময় বাংলাদেশকে ‘তলাবিহীন ঝুড়ি’ বলে ব্যঙ্গ করেছে, তারাই আজ এ দেশকে উন্নয়নের রোল মডেল হিসেবে স্বীকৃতি দিচ্ছে। আর এসব সম্ভব হয়েছে প্রধানমন্ত্রীর যোগ্য নেতৃত্বের কারণে। আমরা উনার দীর্ঘায়ু কামনা করি।’

এসময় মতলব দক্ষিণ উপজেলা পরিষদের চেয়ারম্যান বিএইচএম কবির আহমেদ, মতলব সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ আবুল কালাম আজাদ, অতিরিক্ত পুলিশ সুপার (মতলব সার্কেল) ইয়াসির আরাফাত, মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মহিউদ্দিন মিয়া, উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি দেওয়ান রেজাউল করিম, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ফারুক বিন জামান, সাবেক সাংগঠনিক সম্পাদক মোফাজ্জল হোসেন, মতলব পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম সরকার, মতলব সরকারি ডিগ্রি কলেজের সহযোগী অধ্যাপক মুহাম্মদ জাকির হোসেন, পৌর কাউন্সিলর পিন্টু সাহা, চাঁদপুর জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি রিয়াদুল আলম, স্ট্যান্ডার্ড ট্যালেন্ট একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক আশরাফুল জাহান শাওলিন সহ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রতিবেদক: মাহফুজ মল্লিক

Share