জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিকে কেন্দ্র করে দেশের সব স্কুল,কলেজ,মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে একযোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালনের সিদ্ধান্ত নিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। এ জন্য প্রতিষ্ঠানগুলোকে নির্ধারিত ছকে কিছু তথ্য পাঠাতে বলা হয়েছে। আগামি পাঁচ কর্মদিবসের মধ্যে এসব তথ্য জমা দিতে হবে।
মঙ্গলবার মাউশির সহকারী পরিচালক মো.খালিদ হোসেনের সই করা এক চিঠিতে এ নির্দেশনা দেয়া হয়।
চিঠিতে জানানো হয়,শিক্ষা মন্ত্রণালয়ের আওতায় থাকা সব শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হবে। এর অংশ হিসেবে প্রতিটি প্রতিষ্ঠান থেকে কতটুকু জমিতে গাছ লাগানো সম্ভব,কতটি গাছ লাগানো যাবে, সেই তথ্য জানাতে হবে।
চাহিদাপত্রে শিক্ষাপ্রতিষ্ঠানের নাম, ইআইআইএন নম্বর,মোট জমির পরিমাণ, গাছ লাগানোর উপযোগী জমির পরিমাণ ও চাহিদাকৃত গাছের সংখ্যা স্পষ্টভাবে উল্লেখ করতে হবে। তথ্য নির্ধারিত ছকে হার্ড কপি ও সফট কপিতে পাঠাতে হবে মাউশির মনিটরিং ও ইভ্যালুয়েশন উইংয়ের পরিচালক বরাবর।
১৬ জুলাই ২০২৫
এজি
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur