Home / চাঁদপুর / চাঁদপুর পুরাণবাজার গ্রামীণ ব্যাংক শাখার বৃক্ষরোপণ
বৃক্ষরোপণ

চাঁদপুর পুরাণবাজার গ্রামীণ ব্যাংক শাখার বৃক্ষরোপণ

চাঁদপুর গ্রামীণ ব্যাংক পুরাণ বাজার শাখার উদ্যোগে প্রায় ৪০ জন কেন্দ্র প্রধানের হাতে বৃক্ষ রোপনের উদ্দেশ্য ফলদ,বনজ ও ঔষধি গাছ বিতরণ করা হয়। সারাদেশের ন্যায় ২০ জুন চাঁদপুরে গ্রামীণ ব্যাংকের বৃক্ষরোপণ অভিযান উদ্বোধন করেন চাঁদপুরের যোনাল ম্যানেজার বিবেকানন্দ সাহা।

২১ জুন মঙ্গলবার বেলা ১২ টায় পুরাণ বাজার শাখার শ্রীরামদি পাটওযারী বাড়ির কেন্দ্র প্রধান মাহমুদা বেগমের বাড়ির আঙিনায় একটি ফলদ গাছের চারা রোপণ করেন তিনি ।

চাঁদপুর পুরাণ বাজার গ্রামীণ ব্যাংকের বৃক্ষরোপণের চারা বিতরণ কালে কেন্দ্র প্রধানদের উদ্দেশ্যে যোনাল ম্যানেজার বিবেকানন্দ সাহা বলেন, ‘ গাছ আমাদের জীবন বাঁচায় । গাছ পরিবেশকে সুন্দর ও নির্মল রাখে। একটি দেশের মোট আয়তনের ২৫ ভাগ বনজ সম্পদ থাকা প্রয়োজন। কিন্তু আমাদের দেশে দ্রুত নগরায়নের ফলে ও প্রাকৃতিক কারণে এ বনজ সম্পদ দিন দিন কমে যাচ্ছে। তাই প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় প্রতি বছরই আমাদের গাছ রোপণ করতে হবে। গ্রামীণ ব্যাংকের কেন্দ্রিয় সিদ্ধান্তে প্রত্যেক সদস্যকে অন্তত:একটি করে গাছ তার নিজের পছন্দমত জায়গায় বৃক্ষরোপণ করতে গ্রামীণ ব্যাংকের সকল সদস্য ও কর্মকর্তা-কর্মচারীদের আহবান জানান। ’

এ বছর চাঁদপুরে ১৮ লাখ ৮৮ হাজার ফলদ,ঔষধি ও বনজ জাতের এ চারা রোপনের লক্ষ্যমাত্রা গ্রহণ করা হয়েছে। ইতোমধ্যেই ১৯ তারিখ থেকে ২ লাখ গাছের চারা সাথে সাথেই রোপণের জন্যে বিতরণ করা হয়েছে ।

চাঁদপুরে গ্রামীণ ব্যাংকের যোনাল অডিটর মো.আব্দুল মান্নান, এরিয়া ম্যানেজার বিশ্বজিৎ মজুমদার এবং চাঁদপুর পুরাণ বাজার গ্রামীণ ব্যাংকের শাখা ব্যবস্থাপক মো.মোস্তাফিজুর রহমান এবং দ্বিতীয় কর্মকর্তা আবু সাঈদ উপস্থিত ছিলেন।

চাঁদপুরে এবার ৯৩ হাজার ৬ শ ৫৭ জন গ্রাহককে এ গাছ রোপনের আহবান জানান ।
১৯ থেকে ২৫ জুন পর্যন্ত এ কার্যক্রম চলমান থাকবে বলে ব্যাংকের সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানানো হয়েছে ।

আবদুল গনি
চাঁদপুর টাইমস
২১ জুন ২০২২