রোটার্যাক্ট ক্লাব অব চাঁদপুরের আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচি মঙ্গলবার (২৬ জুলাই) দুপুর ১ টায় চাঁদপুর ষোলঘর আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে পালিত হয়।
বিভিন্ন গাছের চারা রোপণ করেন রোটারি ও রোটার্যাক্ট ক্লাবের নেতৃবৃন্দ।
এসময় উপস্থিত ছিলেন, রোটারী ক্লাবের সভাপতি প্রফেসর গোলাম মোস্তফা, সাধারণ সম্পাদক মো. নাছির উদ্দিন খান, রোটার্যাক্ট কমিটির চেয়ারম্যান রোটারীয়ান সাহেদুল হক মোর্শেদ, ষোলঘর আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নঈম উদ্দিন খান, রোটার্যাক্ট ক্লাবের সভাপতি মো. শাহজালাল লিটন, সাবেক সভাপতি মো. রেজাউল ইসলাম (রকি), মো. সাইফুল ইসলাম, বর্তমান সহ-সভাপতি মো. আলআমিন, রোটার্যাক্ট আয়োজক কমিটির চেয়ারম্যান মো. তাহজিবুল ইসলাম (সনি), রোটার্যাক্ট ক্লাবের যুগ্ম সম্পাদক মো. এনামুল ইসলাম (সাব্বির), রোটার্যাক্ট এনামুল হাসান, শওকত, ফয়সল, হিমেল, আয়শা মালেক, তানজিলা মালেক প্রমুখ।
[author image=”https://chandpurtimes.com/wp-content/uploads/2016/05/Shariful-Islam.jpg” ]প্রতিবেদক- শরীফুল ইসলাম [/author]
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur