বুয়েটের উত্তীর্ণের পর এবার ঢাকা বিশ্ববিদ্যালয়েও ভর্তি পরীক্ষায় চান্স পেলেন মেধাবী ছাত্র মুরাদ মাহমুদ তপু। মুরাদ মাহমুদ তপু ২০২৩ সালে ঢাকা শিক্ষাবোর্ডের অধীনে নটরডেম কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় গোল্ডেন জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়েছেন। এর আগে ২০২০ সালে কুমিল্লা শিক্ষাবোর্ডের অধীনে সে কচুয়ার ঐতিহ্যবাহী তেগুরিয়া উচ্চ বিদ্যালয় থেকে এসএসসিতে জিপিএ-৫ পেয়ে সাফল্যের সাথে উত্তীর্ণ হয়েছেন। পাশাপাশি ৫ম ও ৮ম শ্রেনিতে মেধা তালিকায় বৃত্তি পেয়েছিলো। তার বাবা উত্তর পালাখাল মোড়ের প্রাক্তন ঔষধ ব্যবসায়ী মো.ইলিয়াস মোল্লা ২০১৪ সালের ২৪ শে এপ্রিল মরন ব্যাধি ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যায়। তার বড় ভাই মো. স্যায়িদ মাহমুদ তুহিন ২০১৯ সালে তেগুরিয়া উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি তে জিপিএ-৫ ও ২০২১ সালে ঢাকা কলেজ থেকে এইচএসসি তে জিপিএ-৫ পেয়ে সাফল্যের সাথে উত্তীর্ণ হয়।
>>> আরও পড়ুন… বুয়েটে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হলেন কচুয়ার তুহিন
বর্তমানে স্যায়িদ মাহমুদ তুহিন দেশের শেরা শিক্ষা প্রতিষ্ঠান বাংলাদেশ ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি (বুয়েট)-এ প্রথম বর্ষে অধ্যয়নরত রয়েছে। তার এ ধারাবাহিক সাফল্যে মহান আল্লাহ তায়ালার প্রতি শুকরিয়া প্রকাশ করে ও শিক্ষকবৃন্দের প্রতি চির কৃতজ্ঞতা জানান। ভবিষ্যতে বুয়েটে উচ্চ শিক্ষা গ্রহনের মাধ্যমে দেশের মানুষের সেবা করতে তার লালিত স্বপ্ন পূরনে সকলের দোয়া চেয়েছেন মুরাদ মাহমুদ তপু।
প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু, ৫ জুন ২০২৩
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur