Home / চাঁদপুর / চাঁদপুরে শহিদ বুদ্ধিজীবী দিবসে জেলা প্রসাশনের কর্মসূচি
DC-Office-Chandpur..-e1ভা পরীক্ষায় অনুপস্থিত ছিল ৬৩ জন। ৭ জন প্রার্থীর প্রয়োজনীয় কাজগপত্রের অভাবে বা বোর্ডে দেখাতে না পারায় তাদের

চাঁদপুরে শহিদ বুদ্ধিজীবী দিবসে জেলা প্রসাশনের কর্মসূচি

চাঁদপুরে ১৪ ডিসেম্বর শহিদ বুদ্ধিজীবী দিবস। এ ব্যাপারে জেলা প্রসাশনের ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে । প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয় ২০ নভেম্বর বিকাল। চাঁদপুর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন চাঁদপুর জেলা প্রশাসক কামরুল হাসান।

কর্মসূচির মধ্যে রয়েছে : সকাল ৮ টায় মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধে পুষ্পস্তবক, মসজিদ, মন্দির ও গীর্জায় স্ব-স্ব ধর্ম
অনুসারে দোয়া ও প্রার্থনা,মুক্তিযুদ্ধের বিজয়মেলায় প্রেজেন্টেশন ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

এ ছাড়াও ৬ টি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে ।

২০ নভেম্বর বিকালের সভায় জেলা প্রশাসক বুদ্ধিজীবী দিবস উপলক্ষে বলেন,‘ আমরা গতবছরের ন্যায় এবারও যথাযোগ্য মর্যাদায় পালন করা হবে। সকাল ৮টায় জেলা প্রশাসক কার্যালয় সম্মুখে বুদ্ধিজীবী স্মরণ স্তম্ভে পুষ্পস্তবক অর্পন ও সন্ধ্যায় বিজয় মেলার বিজয় মঞ্চে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। সুবিধাজনক সময় বুদ্ধিজীবীদের রূহের মাগফিরাত কামনায় দোয়া ও প্রার্থনা করা হবে।’

সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইমতিয়াজ হোসেন এর সঞ্চালনায় বক্তব্য রাখেন,অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অর্থ) সুদীপ্ত রায়,জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব নাছির উদ্দিন আহমেদ,সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু নঈম পাটওয়ারী দুলাল, জেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের নির্বাচিত কমান্ডার যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা এমএ ওয়াদুদ,পুরাণ বাজার ডিগ্রি কলেজের অধ্যক্ষ রতন কুমার মজুমদার, ইসলামিক ফাউন্ডেশন এর উপ-পরিচালক মো.রুহুল আমিন,জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো.কাউছার,প্রেসক্লাবের সাবেক সভাপতি শহিদ পাটোয়ারী,জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বাবু প্রমুখ।

এসময় সরকারি কর্মকর্তাবৃন্দ ও জনপ্রতিনিধিও উপস্থিত ছিলেন।

আবদুল গনি
১২ ডিসেম্বর ২০২২
এজি