Home / উপজেলা সংবাদ / মতলব দক্ষিণ / মতলব দক্ষিণে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত
বুদ্ধিজীবী

মতলব দক্ষিণে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

চাঁদপুরের চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় যথাযোগ্য মর্যাদায় নানা কর্মসূচির মধ্যদিয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে রোববার সকাল ১০টায় দীপ্ত বাংলা পাদদেশে পুষ্পমাল্য অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা নির্বাহী অফিসার কেএম ইশমাম।

এরপর পর্যায়ক্রমে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ,মতলব সরকারি কলেজ, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং রাজনৈতিক দল পুষ্পমাল্য অর্পণ করে।

পরে মতলব জগবন্ধু বিশ্বনাথ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মিলনায়তনে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনাসভা অনুষ্ঠিত হয়।

মতলব জগবন্ধু বিশ্বনাথ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ( ভারপ্রাপ্ত) মোহাম্মদ জাভেদ হোসেনের সভাপতিত্বে এবং সিনিয়র শিক্ষক ইমরান হোসেন খান ও আল আমিনের যৌথ পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার কেএম ইশমাম। অতিথি হিসেবে বক্তব্য রাখেন মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ মোঃ মোহাম্মদ হাফিজুর রহমান মানিক,উপজেলা কৃষি অফিসার চৈতন্য পাল, মুক্তিযোদ্ধা মোঃ বশির উল্লাহ পাটোয়ারী।শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন দশম শ্রেণির ছাত্র রবিউল আলম। কোরআন তিলাওয়াত করেন ধর্মীয় শিক্ষক আবুল বারাকা সাইফুদ্দিন।

এসময় উপস্থিত ছিলেন সিনিয়র শিক্ষক মোঃ মোয়াজ্জেম হোসেন মজুমদার, নাছরিন আক্তার এবং ইয়াছমিন আক্তার পলিসহ সকল শিক্ষকবৃন্দ।

প্রতিবেদক: মাহফুজ মল্লিক/
১৪ ডিসেম্বর ২০২৫