হাইমচরে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত
মহান মুক্তিযুদ্ধের ইতিহাসে এক কালো দিন, ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস, চাঁদপুরের হাইমচর উপজেলায় যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা এবং বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
রবিবার সকাল সাড়ে ৯টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে অবস্থিত শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) অমিত রায়-এর নেতৃত্বে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা এবং সুশীল সমাজের প্রতিনিধিরা শহীদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় পরিবেশ ছিল শোকাবহ।
পুষ্পস্তবক অর্পণ শেষে উপজেলা পরিষদ সভা কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার অমিত রায়-এর সভাপতিত্বে এবং উপজেলা একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ আহসানুল হক-এর প্রাণবন্ত পরিচালনায় সভায় বুদ্ধিজীবীদের মহান অবদান ও আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়।
আলোচনা সভায় বক্তব্য রাখেন হাইমচর থানা অফিসার ইনচার্জ মোঃ নাজমুল হাসান, উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম শফিক পাটওয়ারী, জামায়াতে ইসলামী উপজেলা সেক্রেটারি জসিম উদ্দীন, জাতীয় নাগরিক পার্টির উপজেলা প্রধান সমন্বয়কারী মোখলেসুর রহমান মুকুল, বীর মুক্তিযোদ্ধা উপজেলা সাবেক কমান্ডার বারেক বকাউল, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান বেপারী, জুলাই যোদ্ধাদের পক্ষে হারুনুর রশিদ গাজী।
বক্তারা বলেন, পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের এ দেশীয় দোসররা মুক্তিযুদ্ধের চূড়ান্ত বিজয়ের ঠিক আগে দেশের শ্রেষ্ঠ সন্তানদের নির্মমভাবে হত্যা করে জাতিকে মেধাশূন্য করার অপচেষ্টা করেছিল। তাদের এই আত্মত্যাগ আমাদের মুক্তিযুদ্ধের চেতনাকে আরও শাণিত করে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার শাকিল খন্দকার, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মানিক বিশ্বাস, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সার্জিয়া আফরিন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা ফেরদৌস আক্তার, পল্লী বিদ্যুৎ এজিএম রোকসানা আক্তার, জামায়াতে ইসলামীর উপজেলা আমির মাওলানা আবুল হোসেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ উপজেলা সভাপতি মাওলানা শফিউল্লাহ, সেক্রেটারি ফখরুল ইসলাম শিমুল।
এছাড়াও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনীতিক, সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিবর্গ সভায় উপস্থিত ছিলেন।
আলোচনা সভার পূর্বে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন আল হেরা মডেল মাদ্রাসার পরিচালক হযরত মাওলানা হাফিজুর রহমান এবং গীতা থেকে পাঠ করেন উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার ভজন হরি মজুমদার।
প্রতিবেদক: আলমগীর হোসেন (আসিফ)/
১৪ ডিসেম্বর ২০২৫