শাহরাস্তিতে ৯৫০ জন কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ বিতরণ

২০২৫-২৬ অর্থবছরে রবি মৌসুমে প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বোরো উফশী বীজ ও সার এবং বোরো হাইব্রিড বীজ বিতরণ কর্মসূচির শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

২৬ নভেম্বর বুধবার দুপুরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয়ে এ সার ও বীজ বিতরণ করা হয়।

উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো: সাজ্জাদুর রহমান স্বাগত বক্তব্য ও সভাপতিতে প্রধান অতিথি হিসেবে বীজ ও সার বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার নাজিয়া হোসেন।

উপসহকারী কৃষি কর্মকর্তা মুকবুল হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
সহকারী কমিশনার (ভূমি) হিল্লােল চাকমা।

উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রেজাউল হাসান, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা শ্রীবাস চন্দ্র দাস, উপসহকারী কৃষি অফিসার মোঃ ইউনুস পাটোয়ারি, মোঃ আশেক এলাহি, বলরাম সাহাসহ, কৃষি অফিসারের কার্যালয়ের কর্মকর্তা ও উপসহকারী কৃষি অফিসার বৃন্দ এবং বিভিন্ন ইউনিয়ন থেকে আগত কৃষক, কৃষানী বৃন্দ।

উপজেলা কৃষি অফিসারের কার্যালয় সূত্রে জানায়,২০২৫-২৬ অর্থবছরে রবি মৌসুমে প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বোরো উফশী বীজ ও সার এবং বোরো হাইব্রিড বীজ
৯শ ৫০জন কৃষকের মাঝে বিতরণ করা হয়।

প্রতিবেদক: মোঃ জামাল হোসেন
২৬ নভেম্বর ২০২৫