রাবির ‘বি’ ইউনিটে আসন প্রতি লড়েছেন ৫৫ শিক্ষার্থী

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) প্রোগ্রামের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা শনিবার সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়েছে। ‘বি’ ইউনিটে প্রতিটি আসনের বিপরীতে গড়ে ৫৫ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছেন।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে,‘বি’ইউনিটে ব্যবসায় শিক্ষা অনুষদের অধীনে ছয়টি বিভাগ এবং ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (আইবিএ) অন্তর্ভুক্ত রয়েছে। ‘বি’ ইউনিটে ৫৬৪টি আসনের জন্য ৩০ হাজার ৮ শ ৮৬ জন পরীক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদন করেছেন।

আজ বিকেলে বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্রনাথ ঠাকুর একাডেমিক ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে উপাচার্য সালেহ হাসান নকীব বলেন,এ বছরের ভর্তি পরীক্ষা শুধু রাজশাহী বিশ্ববিদ্যালয়েই নয়,একযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়,জগন্নাথ বিশ্ববিদ্যালয়,চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়,খুলনা বিশ্ববিদ্যালয়,রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় এবং প্রথমবারের মতো বরিশাল বিশ্ববিদ্যালয়েও অনুষ্ঠিত হয়েছে।

তিনি আরো বলেন,আমরা কয়েকটি পরীক্ষাকেন্দ্র পরিদর্শন করেছি। আমরা অনুমান করছি,এ কেন্দ্রে উপস্থিতি প্রায় ৯০ শতাংশ ছিল। এখন পর্যন্ত অপ্রীতিকর কোনো কিছু ঘটেনি।

উপাচার্য আরো বলেন,আমরা দেশের অন্যান্য কেন্দ্র থেকেও কোনো অপ্রীতিকর খবর পাইনি। আজকের পরীক্ষা এক শিফটে অনুষ্ঠিত হয়েছে।

২৫ জানুযারি ২০২৬
এ জি