সারাদেশ

ইজতেমায় সংঘর্ষে নিহত ইসমাইলের বাড়িতে করুণ দৃশ্য !

বৃহস্পতিবার ছেলে জাহিদের হাত ধরে দ্বীনের রাস্তা তাবলিগ জামায়াতে বের হন মুন্সীগঞ্জের রামপাল ইউনিয়নের মিল্কিপাড়া গ্রামের ইসমাইল মণ্ডল (৬২)। টঙ্গীতে দু’গ্রুপের সংঘর্ষে শনিবার (০১ ডিসেম্বর) নিহত হন তিনি।

খলিল মণ্ডলের ছেলে ইসমাইল মণ্ডলের মৃত্যুর সংবাদে শোকের ছায়া নেমে আসে পরিবারে। তাদের সমবেদনা জানাতে এগিয়ে আসেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাচ্চু শেখসহ গ্রামবাসীরা।

নিহত ইসমাইল মণ্ডলের মেয়ে নিপা বলেন, ‘সাত বছর আগে দুবাই থেকে দেশে ফিরে এসে আলুসহ রাখি মালের ব্যবসায় যুক্ত হন তার বাবা। তিন মেয়ে দুই ছেলের সংসারে তিন মেয়েরই বিয়ে হয়ে গিয়েছে, বড় ছেলে থাকেন সিঙ্গাপুরে। সব মিলিয়ে সংসার ভালোই চলছিল। গত ৫ বছর আগে তাবলিগ জামাতের সঙ্গে যুক্ত হন। মাঝে মাঝে চলে যান চিল্লা বা জামাতে।’

এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার টঙ্গীতে যান। শনিবার তার মৃত্যু সংবাদ পাওয়ার পর পরিবারে শোকের ছায়া নেমে এলেও তারা মনে করেন দিনের রাস্তায় বের হয়ে ইসমাইল মণ্ডল শহীদ হয়েছেন। রাত সাড়ে ৭টা পর্যন্ত তার লাশ মুন্সীগঞ্জে এসে পৌঁছেনি।

পরিবারের পক্ষ থেকে লোক গিয়েছে ঢাকাতে। কখন লাশ নিয়ে আসা হবে,তা নিশ্চিত করে কেউ বলতে পারছেন না। (যুগান্তর)

বার্তা কক্ষ
০১ ডিসেম্বর,২০১৮

Share