Saturday, April 25, 2015 01:36:00 AM
স্টাফ করেসপন্ডেনট :
সাভারের রানা প্লাজা ধসের ১৭ দিন পর ধ্বংস স্তুপের নীচ থেকে অলৌকিকভাবে উদ্ধার হওয়া পোশাক শ্রমিক রেশমা আক্তারের বিয়ে করেছেন। আর বিয়ের পর তিনি তাঁর গ্রামের বাড়িতে যান না। সাংবাদিকদেরও মুখোমুখি হন না। এতথ্য জানিয়েছেন রেশমার মা জোবেদা বেগম।
রেশমার গ্রামের বাড়ি দিনাজপুরের ঘোড়াঘাটের রানীগঞ্জে। রেশমা এখন চাকরি করছেন ঢাকায় ওয়েস্টিন হোটেলে। বেতন ৩৫ হাজার টাকা।
রেশমার মা জানা্ন, ৬ মাস আগে রেশমা বিয়ে করে ঢাকার গুলশান ২ নম্বরে স্বামীর সঙ্গে থাকে। বিয়ের পর আর গ্রামের বাড়ি যায়না। বাড়িতে কোন টাকাও পাঠায় না। রেশমার মা রেশমার স্বামীর নামও জানেন না। তবে ছবি দেখেছন।
জোবেদা বেগম বলেন, আমার ৫ ছেলে মেয়ের মধ্যে রেশমা সবার ছোট। বাকি চার জন গ্রামেই থাকেন।টুকটাক কাজ করেন। কোনমতে সংসার চলে যায়।
রেশমাকে উদ্ধারের পর যে টাকা পেয়েছেন তা দিয়ে গ্রামের বাড়িতে একটি সেমিপাকা ঘর তুলেছেন। আর বাড়ির সামনে একটি সাইনবোর্ড লাগিয়েছেন।
রেশমার বাবা আনসার আলী মারা গেছেন। রেশমার মা আরজাদ আলী নামে একজনকে বিয়ে করেছেন। রেশমাদের বড়িতেই ঘরজামাই থাকে।
রেশমার মা জানান তিনি একবার ঢাকায় রেশমার বাসায় এসেছিলেন।
নিয়মিত আপনার ফেসবুকে নিউজ পেতে লাইক দিন : https://www.facebook.com/chandpurtimesonline/likes
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur