অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন জাতীয় ক্রিকেট দলের এক সময়ের চেনামুখ নাসির হোসেন। দীর্ঘদিন ধরে দলে ব্রাত্য হয়ে উঠা এই আলোচিত এই অলরাউন্ডারের বিয়ে হয়েছে ১৪ ফেব্রুয়ারি রোববার। ভ্যালেন্টাইনস ডে’তেই নিজের প্রিয়জনের সাথে গাঁটছড়া বাঁধলেন তিনি।
নাসিরের বাড়ি রংপুর হলেও কনে তামিমা তাম্মির বাড়ি টাঙ্গাইল। আর পেশায় তিনি একটি বিদেশি এয়ারলাইন্সের কেবিন ক্রু।
রাজধানীর উত্তরার একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত নাসিরের বিয়ের অনুষ্ঠানে পরিবারের লোকজন, আত্মীয়-স্বজন ছাড়াও উভয় পক্ষের ঘনিষ্ঠ বন্ধুরা অংশ নেন। গতকাল রাতেই নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে বিয়ের কিছু ছবি পোস্ট করেছেন নাসির।
সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরেই তাম্মির সাথে চেনাজানা নাসিরের। তাকেই যে বিয়ে করতে যাচ্ছেন—তেমন ইঙ্গিত মিলেছিল ২০১৯ সালের একটি ইনস্টাগ্রাম পোস্টে। সেখানে তাম্মির সঙ্গে নিজের ছবি পোস্ট করেছিলেন নাসির। কিন্তু কিছু অনলাইন ব্যবহারকারীর বিরূপ মন্তব্যের জেরে কয়েক মিনিটের মধ্যেই ছবিটি রিমুভ করে দেন তিনি।
এ বিষয়ে গণমাধ্যমকে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছিলেন নাসির। তিনি সে সময় বলেছিলেন, “মেয়েটিকে আমি বিয়ে করেছি। আপনি এটিও বলতে পারেন যে, সে আমার গার্লফ্রেন্ড। আমি বলব, আমি বিয়ে করিনি। যদি আমি বিয়ে করি সবাইকে জানিয়েই করব। আর হ্যাঁ, খুব শিগগিরই আমি বিয়ে করছি। সেখানে আপনাদের সবাইকে আমন্ত্রণ করব।”
যদিও এর আগে এর আগে এক মডেলের সঙ্গে তার প্রেমের গুঞ্জন অনলাইনে বেশ আলোচনার খোরাক জুগিয়েছিল। পরবর্তীতে যদিও তা আর হালে পানি পায়নি।
ঘরোয়া ক্রিকেটে নিয়মিত খেললেও আশানুরূপ পারফরম্যান্স না করতে পারায় তার জন্য জাতীয় দলের দরজা একরকম বন্ধই হয়ে গেছে। সম্প্রতি অনুষ্ঠিত বঙ্গবন্ধু টি-টোয়েন্টি লিগেও তাকে নেয়নি কোনো দল। তবে আবুধাবিতে অনুষ্ঠিত টি-টেন লিগে পুনে ডেভিলস দলের নেতৃত্ব দিয়েছেন তিনি। সেখান থেকে ফিরেই শুভকাজটা সেরে ফেললেন নাসির।
নিউজ ডেস্ক,১৬ ফেব্রুয়ারি ২০২১
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur