ঝালকাঠি প্রতিনিধি | আপডেট: ০৬:১৫ পিএম, ১৭ আগস্ট ২০১৫, সোমবার
ঝালকাঠিতে নবম শ্রেণির এক ছাত্রীকে (১৫) বিয়ের নামে জোরপূর্বক এক যুবকের হাতে তুলে দিয়ে ধর্ষণে সহযোগিতা করায় মায়ের বিরুদ্ধে মামলা করেছে ওই ছাত্রী। রোববার গভীর রাতে ওই স্কুলছাত্রী বাদী হয়ে রাজাপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।
মামলায় ওই ছাত্রীর মা ও কথিত স্বামী স্বপনকে (৩২) আসামি করা হয়েছে।
মামলা সূত্রে জানা গেছে, ৭ আগস্ট বিকেলে উপজেলা রোডের ভাড়া বাসায় বসে ওই ছাত্রীর মা তাকে মৌখিকভাবে জানায় স্বপনের সঙ্গে তার বিয়ে দেয়া হয়েছে। এ ঘটনা শুনে ছাত্রী কান্নাকাটি শুরু করলে তাকে তারা মারধর করে। ওই দিন বিকেলেই আসামিরা যোগসাজশে ছাত্রীকে দূর সম্পর্কের এক মামার বাসায় নিয়ে যায় এবং দো-তলার একটি রুমে আটকিয়ে রাখে।
এদিকে ৭ ও ৮ তারিখ বিভিন্ন সময় ওই ছাত্রীকে নিজ মায়ের সহযোগিতায় স্বপন ধর্ষণ করে। এমনকি খুলনা থেকে পালানোর চেষ্টা করলেও তারা তাকে জোরপূর্বক রাজাপুরের বাসায় এনেও ১১ আগস্ট গভীর রাতে পুনরায় ধর্ষণ করে।
রাজাপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মুনির উল গিয়াস জানান, ওই স্কুলছাত্রীকে ডাক্তারি পরীক্ষা করে সেভ কাস্টডিতে রাখা হবে এবং আসামিদের গ্রেফতারে চেষ্টা অব্যাহত আছে।
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur