তারকারা কবে বিয়ে করবেন, কাকে বিয়ে করবেন, কী ধরনের জীবনসঙ্গী তাঁদের পছন্দ—এ নিয়ে সাধারণ মানুষের আগ্রহের কমতি নেই। ঢালিউডের শীর্ষ নায়িকা অপু বিশ্বাস এখনো বিয়ে করেননি। তবে তিনি কবে বিয়ের পিঁড়িতে বসবেন, কাকে বিয়ে করবেন—এটা জানার জন্য অপুর ভক্তরা হয়তো অপেক্ষায় আছেন।
যদি বিয়েটা করেই ফেলেন, তাহলে কেমন বর চান অপু বিশ্বাস? প্রশ্নের উত্তর সরাসরি না দিয়ে অপু বললেন বিয়ের পরিকল্পনার কথা, ‘আমি আরো পাঁচ বছর পর বিয়ে করব। এ বিষয়ে পাকাপাকি সিদ্ধান্ত নিয়েছি।’
তাহলে কি বিয়ের পাত্রও নির্ধারণ করা রয়েছে? উত্তরে হেসে অপু বলেন, ‘না, তা নেই।’
তাহলে কেমন পাত্র চাই আপনার? এবার ভনিতা ছাড়াই অপু উত্তর দিলেন, ‘বিয়ের পাত্রের জন্য আমার তেমন কোনো শর্ত নেই। শুধু চাইব, আমার বর সুন্দর মনের একজন ভালো মানুষ এবং আমার প্রতি যত্নশীল হবেন। আর একটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ সেটা হলো, আমার বর যেই হোক না কেন, তাঁকে কিন্তু অন্যকে সম্মান জানাতে হবে। মানুষকে যাঁরা সম্মান দিতে পারেন না, তাঁদের আমি ব্যক্তিগতভাবে অপছন্দ করি।’
পাত্রের চেহারা অথবা শিক্ষাগত যোগ্যতা কেমন হবে? অপু বললেন, ‘এসব নিয়ে আমার তেমন ভাবনা নেই। আমি তো আগেই বলেছি, আমার শর্ত একটাই, তাঁকে সুন্দর মনের অধিকারী হতে হবে।’
এদিকে, রুপালি পর্দায় কিং খান শাকিবকে অসংখ্যবার গল্পের প্রয়োজনে বিয়ে করেছেন ঢালিউড কুইন অপু বিশ্বাস। হাতেগোনা কয়েকটি ছবি ছাড়া প্রায় সব ছবিতেই শাকিবের শুধু প্রেমিকাই নয়, বধূ হিসেবেও দেখা গেছে অপুকে। অবশ্য বড় পর্দার বর আর বাস্তব জীবনের বর তো এক নয়! পাঁচ বছর পরই দেখা যাবে, কে হচ্ছেন অপু বিশ্বাসের বাস্তবের বর।
ডেস্ক ।। আপডেট : ০৬:০০ এএম, ২৫ ডিসেম্বর ২০১৫, শুক্রবার
ডিএইচ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur